লজ্জা, কেলেঙ্কারি দুটোই! ১৮৬ রানে অলআউট ভারত
স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১৮:৪১:৩৪ | অনলাইন সংস্করণ
দুঃস্বপ্নের ঘোর কাটিয়েই উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে সিরিজ হারের পর বাংলাদেশ সফরেও ব্যর্থ বিরাট কোহলি-রোহিত শর্মারা।
পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানেই অলআউট ভারত।
ভারতের শক্তিশালী ব্যাটিংকে সিরিজের প্ৰথম ম্যাচেই লজ্জা উপহার দেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হন ভারতীয় ব্যাটসম্যানরা। স্পিনে নাকানি চুবানি খাওয়ার পর এবাদত হোসেনের পেস বোলিংও সামলাতে পারেননি রোহিত শর্মারা।
লোকেশ রাহুলের ৭০ বলের ৭৩ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ১৮৬ রানে অলআউট হয় ভারত।
১০ ওভারে মাত্র ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন এবাদত হোসেন।
ভারত ১৮৬ রানে অলআউট হওয়ার পর ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস হেডলাইন করে ‘লজ্জা, কেলেঙ্কারি দুটোই! বাংলাদেশের বিপক্ষে ভারত অলআউট ১৮৬-তে’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লজ্জা, কেলেঙ্কারি দুটোই! ১৮৬ রানে অলআউট ভারত
দুঃস্বপ্নের ঘোর কাটিয়েই উঠতে পারছে না ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড সফরে সিরিজ হারের পর বাংলাদেশ সফরেও ব্যর্থ বিরাট কোহলি-রোহিত শর্মারা।
পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানেই অলআউট ভারত।
ভারতের শক্তিশালী ব্যাটিংকে সিরিজের প্ৰথম ম্যাচেই লজ্জা উপহার দেন বাংলাদেশি ক্রিকেটাররা।
সাকিব আল হাসানের ঘূর্ণি বলে বিভ্রান্ত হন ভারতীয় ব্যাটসম্যানরা। স্পিনে নাকানি চুবানি খাওয়ার পর এবাদত হোসেনের পেস বোলিংও সামলাতে পারেননি রোহিত শর্মারা।
লোকেশ রাহুলের ৭০ বলের ৭৩ রানের ইনিংসে ভর করে শেষপর্যন্ত ১৮৬ রানে অলআউট হয় ভারত।
১০ ওভারে মাত্র ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন এবাদত হোসেন।
ভারত ১৮৬ রানে অলআউট হওয়ার পর ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস হেডলাইন করে ‘লজ্জা, কেলেঙ্কারি দুটোই! বাংলাদেশের বিপক্ষে ভারত অলআউট ১৮৬-তে’।