সুখবর পেলেন সাকিব
ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম খেলায় ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেন তিনি।
প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে আউট করে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে যান সাকিব।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন সাকিব।
৮ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে গত রোববার মিরপুরের ওই ম্যাচে ৫ উইকেট নেন সাকিব। ভারত অলআউট হয় ১৮৬ রানে।
বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি সেদিন গড়েন সাকিব। ভারতের বিপক্ষে এই স্বাদ তিনি পান প্রথমবার। সেই অসাধারণ বোলিংয়ের ফলেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয় সাকিবের।
সুখবর পেলেন সাকিব
স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ২২:৩১:৪৩ | অনলাইন সংস্করণ
ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম খেলায় ১০ ওভারে মাত্র ৩৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেন তিনি।
প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহারকে আউট করে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে যান সাকিব।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭ ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন সাকিব।
৮ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে গত রোববার মিরপুরের ওই ম্যাচে ৫ উইকেট নেন সাকিব। ভারত অলআউট হয় ১৮৬ রানে।
বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি সেদিন গড়েন সাকিব। ভারতের বিপক্ষে এই স্বাদ তিনি পান প্রথমবার। সেই অসাধারণ বোলিংয়ের ফলেই র্যাঙ্কিংয়ে উন্নতি হয় সাকিবের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023