যে কারণে টেস্ট দলে মুমিনুল
বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট করতেই যেন ভুলে গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন এ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও পাচ্ছেন না রান। তবু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন মুমিনুল। নেপথ্য কারণ দেখিয়ে নির্বাচকরা জানান, অভিজ্ঞতার কারণেই তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, সর্বশেষ ১৭ টেস্টে মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি। গত ৯টিতে স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসতে ছেড়ে দেন অধিনায়কত্বও। তবু রানের দেখা পাচ্ছেন না তিনি।
সম্প্রতি বিসিএলের ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে মুমিনুলের রান ০, ২৯ ও ০। এর পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে করেন ৪ ও ১৭। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন তিনি। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিদায় নেন ১৫ রানে।
ব্যাট হাতে এত ব্যর্থতার পরও অভিজ্ঞতার কারণেই মুমিনুলকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিজ্ঞতার কারণে আমরা তাকে আরেকটি সুযোগ দিচ্ছি। যেহেতু টেস্ট ক্রিকেটে ওর রেকর্ড এখনো যথেষ্ট ভালো এবং অভিজ্ঞতা তো সবসময়ই একটি বড় ব্যাপার। এ জন্য ওকে সুযোগ দেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে কারণে টেস্ট দলে মুমিনুল
বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট করতেই যেন ভুলে গেছেন তিনি।
দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন এ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও পাচ্ছেন না রান। তবু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন মুমিনুল। নেপথ্য কারণ দেখিয়ে নির্বাচকরা জানান, অভিজ্ঞতার কারণেই তাকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, সর্বশেষ ১৭ টেস্টে মুমিনুলের ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি। গত ৯টিতে স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক। ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসতে ছেড়ে দেন অধিনায়কত্বও। তবু রানের দেখা পাচ্ছেন না তিনি।
সম্প্রতি বিসিএলের ওয়ানডে সংস্করণে তিন ম্যাচে মুমিনুলের রান ০, ২৯ ও ০। এর পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টে করেন ৪ ও ১৭। দ্বিতীয় ম্যাচেও ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছেন তিনি। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিদায় নেন ১৫ রানে।
ব্যাট হাতে এত ব্যর্থতার পরও অভিজ্ঞতার কারণেই মুমিনুলকে সুযোগ দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিজ্ঞতার কারণে আমরা তাকে আরেকটি সুযোগ দিচ্ছি। যেহেতু টেস্ট ক্রিকেটে ওর রেকর্ড এখনো যথেষ্ট ভালো এবং অভিজ্ঞতা তো সবসময়ই একটি বড় ব্যাপার। এ জন্য ওকে সুযোগ দেওয়া হয়েছে।