টেস্টে অভিষেকেই বাজিমাত আবরার, ২৮১ রানে অলআউট ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২২, ২০:৫১:১৬ | অনলাইন সংস্করণ
পাকিস্তান সফরে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত স্পিনার আবরার আহমেদর রেকর্ড গড়া বোলিংয়ে ২৮১ রানে অলআউট ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে প্রথম দিন একাই ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দেন এই ২৪ বছর বয়সি স্পিনার।
সেই উইকেটগুলোও আবার টপঅর্ডারের শুরু থেকে একদম সাত নম্বর ব্যাটার পর্যন্ত। জবাবে ২ উইকেটে ১০৭ রান তুলেছে পাকিস্তান।
স্বাগতিকরা অবশ্য দুই ওপেনারকে হারিয়ে বসেছে। আউট হয়েছেন ইমাম উল হক (০) আর আবদুল্লাহ শফিক (১৪)। বাবর আজম ৬১ আর সৌদ শাকিল ৩২ রানে অপরাজিত আছেন।
এর আগে বেন ডাকেট আর অলি পোপের জোড়া হাফসেঞ্চুরিতে একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল ইংল্যান্ড। ২ উইকেটেই তুলে ফেলেছিল ১৪৫ রান। তবে আবরারের ঘূর্ণিতে পুঁজিটা খুব বড় করতে পারেনি ইংলিশরা। ডাকেট ৬৩ আর পোপ করেন ৬০ রান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টেস্টে অভিষেকেই বাজিমাত আবরার, ২৮১ রানে অলআউট ইংল্যান্ড
পাকিস্তান সফরে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত স্পিনার আবরার আহমেদর রেকর্ড গড়া বোলিংয়ে ২৮১ রানে অলআউট ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট খেলতে নেমে প্রথম দিন একাই ৭ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুড়িয়ে দেন এই ২৪ বছর বয়সি স্পিনার।
সেই উইকেটগুলোও আবার টপঅর্ডারের শুরু থেকে একদম সাত নম্বর ব্যাটার পর্যন্ত। জবাবে ২ উইকেটে ১০৭ রান তুলেছে পাকিস্তান।
স্বাগতিকরা অবশ্য দুই ওপেনারকে হারিয়ে বসেছে। আউট হয়েছেন ইমাম উল হক (০) আর আবদুল্লাহ শফিক (১৪)। বাবর আজম ৬১ আর সৌদ শাকিল ৩২ রানে অপরাজিত আছেন।
এর আগে বেন ডাকেট আর অলি পোপের জোড়া হাফসেঞ্চুরিতে একটা সময় বেশ ভালো অবস্থানে ছিল ইংল্যান্ড। ২ উইকেটেই তুলে ফেলেছিল ১৪৫ রান। তবে আবরারের ঘূর্ণিতে পুঁজিটা খুব বড় করতে পারেনি ইংলিশরা। ডাকেট ৬৩ আর পোপ করেন ৬০ রান।