ফ্রিকিকে গোল করা কেবলই ফুটবলারের কৃৃতিত্ব (ভিডিও)
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১১:১০ | অনলাইন সংস্করণ
যুগান্তর ডেস্ক

স্পেনের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেটপিসে করা সেই গোলটির কথা মনে করুন। ডান দিক দিয়ে বাঁক খেয়ে বল সোজা জালে।
ডেভিড ডি গিয়া হতভম্ব! গত পরশু রাতে টনি ক্রুস ৯৫ মিনিটে জার্মানির জয়সূচক গোলটিও করেছেন ফ্রিকিকে। কোস্টারিকার বিপক্ষে সার্বিয়ার ১-০ গোলের জয়ও এসেছে ফ্রিকিকে। এমন দর্শক জাদু করা ফ্রিকিকের মাহাত্ম্য কী। দেশের একমাত্র উয়েফা লাইসেন্সধারী কোচ মারুফুল হকের মতে, এর পুরো কৃতিত্ব ফুটবলারদের।
তার কথায়, ‘ফরমেশন ঠিক করে দেন কোচ। গতি নির্ভর খেলার কথাও বলে দেন কোচ। বাকি সবই উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হয় ফুটবলারদের। কীভাবে ফ্রিকিক নিতে হবে, দেয়াল কীভাবে তৈরি করতে হবে- এসবই মাঠের ফুটবলাররা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেন। তাই কৃতিত্বের সবটুকুর দাবিদার ফুটবলাররা।’