কনওয়ের সেঞ্চুরিতেও এড়ানো যায়নি হোয়াইটওয়াশ
স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৩, ২২:৪৬:১২ | অনলাইন সংস্করণ
শ্রীলংকার পর নিউজিল্যান্ড। বিদেশি এই দুই দলকে ডেকে নিয়ে রীতিমতো অপমান করে ছাড়ল ভারত। এই দুই দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
মঙ্গলবার ইনডোরের হলকার স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (১০১) ও শুভমান গিলের (১১২) জোড়া সেঞ্চুরি আর হার্দিক পান্ডিয়ার (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেটে ৩৮৫ রানের পাহাড় গড়ে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৪১.২ ওভারে ২৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের ব্যাটিং বিপর্যয়ে ১০০ বলে ১২টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন ডেভন কনওয়ে।
এছাড়া ৪২ ও ৩৪ রান করে করেন হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনার। ২৬ ও ২৪ করে করেন মাইকেল ব্রেসওয়েল ও ড্রেইল মিচেল। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। ৯০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ভারত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কনওয়ের সেঞ্চুরিতেও এড়ানো যায়নি হোয়াইটওয়াশ
শ্রীলংকার পর নিউজিল্যান্ড। বিদেশি এই দুই দলকে ডেকে নিয়ে রীতিমতো অপমান করে ছাড়ল ভারত। এই দুই দলকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
মঙ্গলবার ইনডোরের হলকার স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার রোহিত শর্মা (১০১) ও শুভমান গিলের (১১২) জোড়া সেঞ্চুরি আর হার্দিক পান্ডিয়ার (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেটে ৩৮৫ রানের পাহাড় গড়ে ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ভর করে ৪১.২ ওভারে ২৯৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের ব্যাটিং বিপর্যয়ে ১০০ বলে ১২টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১২৮ রান করেন ডেভন কনওয়ে।
এছাড়া ৪২ ও ৩৪ রান করে করেন হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনার। ২৬ ও ২৪ করে করেন মাইকেল ব্রেসওয়েল ও ড্রেইল মিচেল। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। ৯০ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ভারত।