গোল কোথায় রোনাল্ডোর
সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার আগে বাজে ফর্মের কারণে ম্যানইউ ও পর্তুগাল জাতীয় দলে শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপের চেয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের ক্লাব ফুটবলেও হালে পানি পাচ্ছেন না পর্তুগিজ তারকা!
মাঝে সৌদির একটি সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করলেও নতুন ক্লাব আল নাসরের জার্সিতে এখনো গোলের খাতা খুলতে পারেননি ৩৭ বছর বয়সি রোনাল্ডো।
সৌদি প্রো-লিগে আল ইত্তিফাকের বিপক্ষে অভিষেক ম্যাচে রোনাল্ডো গোল না পেলেও জিতেছিল তার দল। দ্বিতীয় ম্যাচে হলো আরও বাজে অভিজ্ঞতা। বৃহস্পতিবার রাতে আল ইত্তিফাকের কাছে ৩-১ গোলে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসরে।
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন অধিনায়ক রোনাল্ডো। প্রথমার্ধে গোলের একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। রোনাল্ডোর পারফরম্যান্সে হতাশ কোচ রুদি গার্সিয়া, ‘প্রথমার্ধে রোনাল্ডোর সুযোগ নষ্টই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোল কোথায় রোনাল্ডোর
সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার আগে বাজে ফর্মের কারণে ম্যানইউ ও পর্তুগাল জাতীয় দলে শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপের চেয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের ক্লাব ফুটবলেও হালে পানি পাচ্ছেন না পর্তুগিজ তারকা!
মাঝে সৌদির একটি সম্মিলিত দলের হয়ে পিএসজির বিপক্ষে প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করলেও নতুন ক্লাব আল নাসরের জার্সিতে এখনো গোলের খাতা খুলতে পারেননি ৩৭ বছর বয়সি রোনাল্ডো।
সৌদি প্রো-লিগে আল ইত্তিফাকের বিপক্ষে অভিষেক ম্যাচে রোনাল্ডো গোল না পেলেও জিতেছিল তার দল। দ্বিতীয় ম্যাচে হলো আরও বাজে অভিজ্ঞতা। বৃহস্পতিবার রাতে আল ইত্তিফাকের কাছে ৩-১ গোলে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসরে।
পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন অধিনায়ক রোনাল্ডো। প্রথমার্ধে গোলের একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। রোনাল্ডোর পারফরম্যান্সে হতাশ কোচ রুদি গার্সিয়া, ‘প্রথমার্ধে রোনাল্ডোর সুযোগ নষ্টই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’