তৃতীয় সন্তানের বাবা হলেন রিজওয়ান
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের টুইটারে 'বেবি কাপ্তান' নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে শুক্রবার এই ঘোষণা দিয়েছে। খবর জিও নিউজের।
মুলতান সুলতানে ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন!
রিজওয়ানও টুইটারে এই সুসংবাদটি শেয়ার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিন লেখেন, প্রিয় নবী মোহাম্মদ (স.) বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সঙ্গে থাকবেন।
খবরটি জানার পর থেকে ভক্ত ও অনুগামীরা মুলতান সুলতানের অধিনায়ককে তার মেয়ের জন্মে অভিনন্দন জানাতে শুরু করেন।
রিজওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বিপিএলে খেলার পর পিএসএলের অষ্টম আসরে মুলতান সুলতানদের হয়ে খেলবেন রিজওয়ান।
তিনি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করছেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে ওপেনিং করা এই ব্যাটার টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
Congratulations to our Kaptaan on the newest addition to his family! #SultanSquad #LetsPlaySaeen@iMRizwanPak pic.twitter.com/flaDNiHCmI
— Multan Sultans (@MultanSultans) January 26, 2023
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তৃতীয় সন্তানের বাবা হলেন রিজওয়ান
পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের টুইটারে 'বেবি কাপ্তান' নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে শুক্রবার এই ঘোষণা দিয়েছে। খবর জিও নিউজের।
মুলতান সুলতানে ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন!
রিজওয়ানও টুইটারে এই সুসংবাদটি শেয়ার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিন লেখেন, প্রিয় নবী মোহাম্মদ (স.) বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সঙ্গে থাকবেন।
খবরটি জানার পর থেকে ভক্ত ও অনুগামীরা মুলতান সুলতানের অধিনায়ককে তার মেয়ের জন্মে অভিনন্দন জানাতে শুরু করেন।
রিজওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বিপিএলে খেলার পর পিএসএলের অষ্টম আসরে মুলতান সুলতানদের হয়ে খেলবেন রিজওয়ান।
তিনি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করছেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে ওপেনিং করা এই ব্যাটার টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
Congratulations to our Kaptaan on the newest addition to his family! #SultanSquad #LetsPlaySaeen@iMRizwanPak pic.twitter.com/flaDNiHCmI
— Multan Sultans (@MultanSultans) January 26, 2023