ভারতের জয়ের ম্যাচে বিরল রেকর্ড
রোববার লখনউয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে কয়েকটি বিরল রেকর্ড হয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০০ রানের মামুলি স্কোর তাড়া করেও পরাজয়ে শঙ্কিত ছিল ভারত।
শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা।
টি-টোয়েন্টির এই ম্যাচে দুই দল মিলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছে কিন্তু নিউজিল্যান্ড এবং ভারতের কোনো ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারেননি। ভারতের মাঠে ছেলেদের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমনটি আগে কখনো হয়নি।
শুধু তাই নয়! এই ম্যাচে আরও কয়েকটি বিরল রেকর্ড হয়। ভারতের মাটিতে ছেলেদের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব থেকে কম রান-রেট (৫.০২) দেখা যায় এই ম্যাচে। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে ভারত-শ্রীলংকা ম্যাচে। সেই ম্যাচের রান-রেট ছিল ৫.২১।
এদিন নিউজিল্যান্ড ৯৯/৮ রানে ইনিংস গুটায়। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটিই দলীয় সব থেকে কম রানের ইনিংস। আগের রেকর্ড ছিল ২০২১ সালে কলকাতায় ১১১ রানের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতের জয়ের ম্যাচে বিরল রেকর্ড
রোববার লখনউয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে কয়েকটি বিরল রেকর্ড হয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০০ রানের মামুলি স্কোর তাড়া করেও পরাজয়ে শঙ্কিত ছিল ভারত।
শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা।
টি-টোয়েন্টির এই ম্যাচে দুই দল মিলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়েছে কিন্তু নিউজিল্যান্ড এবং ভারতের কোনো ব্যাটসম্যান ছক্কা হাঁকাতে পারেননি। ভারতের মাঠে ছেলেদের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমনটি আগে কখনো হয়নি।
শুধু তাই নয়! এই ম্যাচে আরও কয়েকটি বিরল রেকর্ড হয়। ভারতের মাটিতে ছেলেদের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সব থেকে কম রান-রেট (৫.০২) দেখা যায় এই ম্যাচে। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে ভারত-শ্রীলংকা ম্যাচে। সেই ম্যাচের রান-রেট ছিল ৫.২১।
এদিন নিউজিল্যান্ড ৯৯/৮ রানে ইনিংস গুটায়। ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের এটিই দলীয় সব থেকে কম রানের ইনিংস। আগের রেকর্ড ছিল ২০২১ সালে কলকাতায় ১১১ রানের।