বিপিএলের পরের আসর নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
গত বছরের ১৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএলের পরবর্তী তিন আসরের দিন-তারিখ চূড়ান্ত।
তিনি সেদিন জানান, ২০২৪ সালের আসরের সম্ভাব্য সময় ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি আর ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
তবে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে জানুয়ারি মাসেই। যে কারণে বিপিএলের দশম আসর মাঠে গড়ানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিসিবি।
সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখনো খুঁজে পাচ্ছি না; স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি, কিন্তু মাঝে গ্যাপ দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে ব্যস্ত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের সূচি এত টাইট, এফটিপি তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চার দিন বের করার কোনো সুযোগ নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিপিএলের পরের আসর নিয়ে অনিশ্চয়তায় বিসিবি
গত বছরের ১৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএলের পরবর্তী তিন আসরের দিন-তারিখ চূড়ান্ত।
তিনি সেদিন জানান, ২০২৪ সালের আসরের সম্ভাব্য সময় ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি আর ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
তবে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে জানুয়ারি মাসেই। যে কারণে বিপিএলের দশম আসর মাঠে গড়ানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিসিবি।
সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, সামনের বছর আমাদের পরের বিপিএল, এটার স্লটই আমরা এখনো খুঁজে পাচ্ছি না; স্লট বের করাই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা পেয়েছি, কিন্তু মাঝে গ্যাপ দিতে হতে পারে, যদি নির্বাচন হয়। তখন আমরা নিরাপত্তা পাব কোথায়? সব তো নির্বাচনে ব্যস্ত থাকবে।
তিনি আরও বলেন, আমাদের সূচি এত টাইট, এফটিপি তো আপনাদের কাছে আছেই। আপনারা দেখেন না, এখানে তো দুই-চার দিন বের করার কোনো সুযোগ নেই।