এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি
অনলাইন ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০:৩৪ | অনলাইন সংস্করণ
‘কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমার ভালো এবং মজবুত সম্পর্ক রয়েছে তার। তার সঙ্গে কোনো সমস্যা নেই, বরং বেশ ভালো সম্পর্ক আমাদের। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমাদের কথা হয়েছে’।
আর্জেন্টাইন আউটলেট ওলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। খবর গোল ডটকমের।
কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাইলে মেসি বলেন, হ্যাঁ, ম্যাচটি নিয়ে আমরা কথা বলেছি। বিশ্বকাপ পরবর্তী সময়ের ছুটিতে যখন আর্জেন্টিনায় ছিলাম, সেখানের মানুষ কীভাবে উদযাপন করেছে- সে সব নিয়েও কথা হয়েছে। আমাদের আলাপচারিতা সাধারণত ভালোই হয়।
লিওনেল মেসি আরও বলেন, ফাইনালে সে প্রতিপক্ষ হিসেবে ছিল। আমাকেও বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছিল। এমবাপ্পের তখন কেমন লেগেছিল, সে সম্পর্কে তাই আর কিছু জানতেও চাই না। তবে সত্যিটা হলো, আমার সঙ্গে কিলিয়ানের কোনো সমস্যা নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি
‘কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমার ভালো এবং মজবুত সম্পর্ক রয়েছে তার। তার সঙ্গে কোনো সমস্যা নেই, বরং বেশ ভালো সম্পর্ক আমাদের। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমাদের কথা হয়েছে’।
আর্জেন্টাইন আউটলেট ওলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। খবর গোল ডটকমের।
কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাইলে মেসি বলেন, হ্যাঁ, ম্যাচটি নিয়ে আমরা কথা বলেছি। বিশ্বকাপ পরবর্তী সময়ের ছুটিতে যখন আর্জেন্টিনায় ছিলাম, সেখানের মানুষ কীভাবে উদযাপন করেছে- সে সব নিয়েও কথা হয়েছে। আমাদের আলাপচারিতা সাধারণত ভালোই হয়।
লিওনেল মেসি আরও বলেন, ফাইনালে সে প্রতিপক্ষ হিসেবে ছিল। আমাকেও বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছিল। এমবাপ্পের তখন কেমন লেগেছিল, সে সম্পর্কে তাই আর কিছু জানতেও চাই না। তবে সত্যিটা হলো, আমার সঙ্গে কিলিয়ানের কোনো সমস্যা নেই।