রনির ব্যাটিং ঝড়ে রংপুরের জয়
তাওহিদ হৃদয়ের ৮৫ আর মুশফিকুর রহিমের ৫৫ রানে ভর করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হার এড়াতে পারেনি সিলেট সিক্সার্স।
রনি তালকুদরাদের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় রংপুর।
টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান রংপুরের ওপেনার রনি তালুকদার। তিনি শেখ নাইমকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন। তার আগে ৩৫ বলে ৮টি চার আর তিন ছক্কায় ৬৬ রান করেন। ৩২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন নাইম।
১২৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক নুরুল হাসানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছেদেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি ২৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করেন নুরুল হাসান সোহান।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর।
আগে ব্যাটিংয়ে নেমে সাবধানি শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। ৫০ বলে ৪৩ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। তার আগে ২২ বলে করেন মাত্র ১৫ রান।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৭ রানে ফেরেন জাকির হাসান।
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান ওপেনার হৃদয়। এই জুটিতেই ম্যাচ শেষ করেন তারা। ৫৬ বলে ১১১ রানের অনবদ্য জুটি গড়েন তারা।
ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৫৭ বলে ১৩টি চার আর দুই ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন তাওহিদ হৃদয়। ৩৫ বল খেলে ৫টি চার আর ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।
রনির ব্যাটিং ঝড়ে রংপুরের জয়
ক্রীড়া প্রতিবেদক
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৪:৩৯ | অনলাইন সংস্করণ
তাওহিদ হৃদয়ের ৮৫ আর মুশফিকুর রহিমের ৫৫ রানে ভর করে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হারএড়াতে পারেনি সিলেট সিক্সার্স।
রনি তালকুদরাদের ব্যাটিং তাণ্ডবের ম্যাচে ১২ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় রংপুর।
টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান রংপুরের ওপেনার রনি তালুকদার। তিনিশেখ নাইমকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফেরেন। তার আগে ৩৫ বলে ৮টি চার আর তিন ছক্কায় ৬৬ রান করেন। ৩২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন নাইম।
১২৪ রানে দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক নুরুল হাসানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছেদেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি ২৪ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে৩৯ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করেন নুরুল হাসানসোহান।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর।
আগে ব্যাটিংয়ে নেমে সাবধানি শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। ৫০ বলে ৪৩ রানের জুটি গড়ে ফেরেন শান্ত। তার আগে ২২ বলে করেন মাত্র ১৫ রান।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৭ রানে ফেরেন জাকির হাসান।
এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান ওপেনার হৃদয়। এই জুটিতেই ম্যাচ শেষ করেন তারা। ৫৬ বলে ১১১ রানের অনবদ্য জুটি গড়েন তারা।
ইনিংস ওপেন করতে নেমে শেষ বল পর্যন্ত খেলে ৫৭ বলে ১৩টি চার আর দুই ছক্কায় সর্বোচ্চ ৮৫ রান করেন তাওহিদ হৃদয়। ৩৫ বল খেলে ৫টি চার আর ৩ ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মুশফিকুর রহিম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023