মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তায় সিলেট
মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট সিক্সার্স।
আসরের শুরু থেকে দলকে নেতৃত্ব দিয়ে ধারাবাহিক জয়ে সবার আগেই প্লে-অফ নিশ্চিত করেন মাশরাফি। কিন্তু প্লে-অফের আগেই অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সিলেট।
গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফি। সেই চোটের কারণে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে পারেননি। তার পরিবর্তে মুশফিক অধিনায়ত্ব করলেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ হন।
মাশরাফির ইনজুরি নিয়ে সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ গণমাধ্যমকে বলেন, মাশরাফি আগামী ম্যাচেও খেলতে পারবে না।
দেশের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, মাশরাফি কোয়ালিফায়ারে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ফিজিও জানিয়েছেন এমন ইনজুরি সারতে ১০ থেকে ১২ দিন সময় লাগে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাশরাফিকে নিয়ে দুশ্চিন্তায় সিলেট
মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট সিক্সার্স।
আসরের শুরু থেকে দলকে নেতৃত্ব দিয়ে ধারাবাহিক জয়ে সবার আগেই প্লে-অফ নিশ্চিত করেন মাশরাফি। কিন্তু প্লে-অফের আগেই অধিনায়ককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সিলেট।
গত ৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় কুঁচকির চোটে পড়েন মাশরাফি। সেই চোটের কারণে শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে পারেননি। তার পরিবর্তে মুশফিক অধিনায়ত্ব করলেও দলকে জয় উপহার দিতে ব্যর্থ হন।
মাশরাফির ইনজুরি নিয়ে সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ গণমাধ্যমকে বলেন, মাশরাফি আগামী ম্যাচেও খেলতে পারবে না।
দেশের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, মাশরাফি কোয়ালিফায়ারে খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ফিজিও জানিয়েছেন এমন ইনজুরি সারতে ১০ থেকে ১২ দিন সময় লাগে।