বিয়ের ছবি ফাঁস হওয়ায় রেগে গেলেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩:২২ | অনলাইন সংস্করণ
গত বছরের শুরুতে আংটি বদল তথা আকদের পরই গুঞ্জন রটে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়েকে বিয়ে করছেন দেশটির তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকদের এক বছর পর শুক্রবার করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাধ্যমে শাহিন আফ্রিদি-শহীদ আফ্রিদি আনুষ্ঠানিকভাবে হয়ে যান জামাই-শ্বশুর।
শাহিন আফ্রিদির বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন।
করাচির একটি মসজিদে অনুষ্ঠিত হওয়া শাহিন শাহ আফ্রিদি-আনশা আফ্রিদির বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হওয়ায় বেশ রাগান্বিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
শাহিন-আনশার বিয়ের ছবি যারা শেয়ার করেছেন, তাদের প্রতি টুইট করে শনিবার শাহিন আফ্রিদি লেখেন- অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, এটা খুবই হতাশাজনক। কোনো অনুমতি ছাড়াই লোকজন আমাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। সবাইকে অনুরোধ করব, দয়া করে সহযোগিতা করুন আর আমাদের স্মরণীয় দিনটি মাটি করবেন না।
অনুরোধ সত্ত্বেও এখনো ছড়িয়ে রয়েছে শাহিন-আনশার বিয়ের অনুষ্ঠানের নানান মূহূর্তের ছবি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের ছবি ফাঁস হওয়ায় রেগে গেলেন আফ্রিদি
গত বছরের শুরুতে আংটি বদল তথা আকদের পরই গুঞ্জন রটে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়েকে বিয়ে করছেন দেশটির তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আকদের এক বছর পর শুক্রবার করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাধ্যমে শাহিন আফ্রিদি-শহীদ আফ্রিদি আনুষ্ঠানিকভাবে হয়ে যান জামাই-শ্বশুর।
শাহিন আফ্রিদির বিয়েতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন।
করাচির একটি মসজিদে অনুষ্ঠিত হওয়া শাহিন শাহ আফ্রিদি-আনশা আফ্রিদির বিয়ের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাইরাল হওয়ায় বেশ রাগান্বিত হয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
শাহিন-আনশার বিয়ের ছবি যারা শেয়ার করেছেন, তাদের প্রতি টুইট করে শনিবার শাহিন আফ্রিদি লেখেন- অনেক অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করা হয়েছে, এটা খুবই হতাশাজনক। কোনো অনুমতি ছাড়াই লোকজন আমাদের বিয়ের ছবি শেয়ার করেছেন। সবাইকে অনুরোধ করব, দয়া করে সহযোগিতা করুন আর আমাদের স্মরণীয় দিনটি মাটি করবেন না।
অনুরোধ সত্ত্বেও এখনো ছড়িয়ে রয়েছে শাহিন-আনশার বিয়ের অনুষ্ঠানের নানান মূহূর্তের ছবি।