ছবিতে আফ্রিদি-আনাশার বিয়ে
আংটি বদলের এক বছর পর গত শুক্রবার করাচির একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন।
শাহিন আফ্রিদি-আনশা আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার।
বিয়ের অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে মিষ্টি বার্তা দিয়েছেন শহীদ আফ্রিদি।
টুইটারে তিনি লেখেন- আপনার বাগানের সবচেয়ে সুন্দর ফুল হলো আপনার মেয়ে। কারণ তারা দোয়ায় ফুটে ওঠা ফুল। যার সঙ্গে আপনি হাসতে পারেন, স্বপ্ন বুনতে পারেন আর হৃদয়ের সমস্ত ভালোবাসা দিতে পারেন, সেই মেয়ে।
জামাই শাহিন শাহ আফ্রিদিকে ট্যাগ করে কিংবদন্তি লেখেন- শাহিনের হাতে মেয়েকে দিলাম। দুইজনকে অভিনন্দন।
মেয়ের বিয়েতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও আমন্ত্রণ জানিয়েছিলেন শহীদ আফ্রিদি। তবে কোনো কারণবশত তিনি আসতে না পারলেও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছবিতে আফ্রিদি-আনাশার বিয়ে
আংটি বদলের এক বছর পর গত শুক্রবার করাচির একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেছেন।
শাহিন আফ্রিদি-আনশা আফ্রিদির বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক একাধিক তারকা ক্রিকেটার।