বাবা-ছেলের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস
১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। বাবার পর এবার ছেলেও হাঁকালেন ডাবল সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট শিবনারাইন চন্দরপলের ছেলে তেজনারাইন চন্দরপল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি।
তিনি ৫৯৬ মিনিট ব্যাটিং করে ৪৬৭ বল মোকাবেলায় ১৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ২০৭ রান করেন। অনবদ্য এই ইনিংস খেলার মধ্য দিয়ে নিজের পঞ্চম ইনিংসেই তার বাবার সর্বোচ্চ ইনিংস ছাড়িয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের দশম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন ২৬ বছর বয়সী তেজনারাইন। তার ডাবল আর অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের ১৮২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৪৭ রান করে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ।
তেজনারাইনের আগে তার বাবা শিবনারাইন চন্দরপল দেশের হয়ে ১৬৪ টেস্টে অংশ নিয়ে ৩০টি সেঞ্চুরি আর ২টি ডাবল সেঞ্চুরির সাহায্যে প্রায় ১২ হাজার রান করেন।
শিবনারাইন-তেজনারাইনের আগে প্রথম এই কীর্তি গড়েন পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ ও তার ছেলে শোয়েব মোহাম্মদ।
হানিফ মোহাম্মদ টেস্টে ১২টি সেঞ্চুরি হাঁকান। যার মধ্যে একটি ট্রিপল আর একটি ডাবল। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেছিলেন মহাকাব্যিক ৩৩৭ রানের ইনিংস। ১৯৬৫ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ২০৩। শোয়েব মোহাম্মদ ৭ সেঞ্চুরি হাঁকান, তার মধ্যে দুটি ডাবল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাবা-ছেলের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস
১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। বাবার পর এবার ছেলেও হাঁকালেন ডাবল সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট শিবনারাইন চন্দরপলের ছেলে তেজনারাইন চন্দরপল সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে হাঁকান ডাবল সেঞ্চুরি।
তিনি ৫৯৬ মিনিট ব্যাটিং করে ৪৬৭ বল মোকাবেলায় ১৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ২০৭ রান করেন। অনবদ্য এই ইনিংস খেলার মধ্য দিয়ে নিজের পঞ্চম ইনিংসেই তার বাবার সর্বোচ্চ ইনিংস ছাড়িয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের দশম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবলে পরিণত করলেন ২৬ বছর বয়সী তেজনারাইন। তার ডাবল আর অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের ১৮২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৪৪৭ রান করে ইনিংস ঘোষণা করে উইন্ডিজ।
তেজনারাইনের আগে তার বাবা শিবনারাইন চন্দরপল দেশের হয়ে ১৬৪ টেস্টে অংশ নিয়ে ৩০টি সেঞ্চুরি আর ২টি ডাবল সেঞ্চুরির সাহায্যে প্রায় ১২ হাজার রান করেন।
শিবনারাইন-তেজনারাইনের আগে প্রথম এই কীর্তি গড়েন পাকিস্তানের কিংবদন্তি হানিফ মোহাম্মদ ও তার ছেলে শোয়েব মোহাম্মদ।
হানিফ মোহাম্মদ টেস্টে ১২টি সেঞ্চুরি হাঁকান। যার মধ্যে একটি ট্রিপল আর একটি ডাবল। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেছিলেন মহাকাব্যিক ৩৩৭ রানের ইনিংস। ১৯৬৫ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন অপরাজিত ২০৩। শোয়েব মোহাম্মদ ৭ সেঞ্চুরি হাঁকান, তার মধ্যে দুটি ডাবল।