মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় পিএসজি
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টাইনরা।
কাতার বিশ্বকাপ চলাকালে ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানায়, পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন লিওনেল মেসি। এ নিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলেছে পিএসজি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, মেসিকে নিজেদের কাছে রেখে দিতে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
বিশ্বকাপের পর পিএসজির হয়ে ৫ ম্যাচে ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত ছন্দে থাকায় তাকে ধরে রাখতে চাইছে পিএসজি।
এ ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস বলেছেন, ‘চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে আলোচনা চলছে। কর্মপরিকল্পনায় ওকে রেখে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিষয়টা লুকোনোর কিছু নেই।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় পিএসজি
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টাইনরা।
কাতার বিশ্বকাপ চলাকালে ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানায়, পিএসজিতে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন লিওনেল মেসি। এ নিয়ে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে কথা বলেছে পিএসজি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, মেসিকে নিজেদের কাছে রেখে দিতে আলোচনা শুরু করে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
বিশ্বকাপের পর পিএসজির হয়ে ৫ ম্যাচে ৩ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত ছন্দে থাকায় তাকে ধরে রাখতে চাইছে পিএসজি।
এ ব্যাপারে ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস বলেছেন, ‘চুক্তি নবায়ন নিয়ে মেসির সঙ্গে আলোচনা চলছে। কর্মপরিকল্পনায় ওকে রেখে দেওয়াই এই মুহূর্তে আমাদের লক্ষ্য। বিষয়টা লুকোনোর কিছু নেই।’