তামিমকে নিয়ে যা বললেন সুজন
jugantor
তামিমকে নিয়ে যা বললেন সুজন

  স্পোর্টস ডেস্ক  

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৬:৩৫  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএলখুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়েতামিম ইকবালএকটু সমস্যায়আছে।আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদেরইংল্যান্ড সিরিজ আছে।বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।

মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন,যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তুআগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।

তিনি আরও বলেন, তাছাড়াআমাদের যেহেতু বিপিএলেরপ্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরারিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।

তামিমকে নিয়ে যা বললেন সুজন

 স্পোর্টস ডেস্ক 
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 

তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে। 

মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন, যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।

তিনি আরও বলেন, তাছাড়া আমাদের যেহেতু বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরা রিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বিপিএল-২০২৩