তামিমকে নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএলখুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়েতামিম ইকবালএকটু সমস্যায়আছে।আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদেরইংল্যান্ড সিরিজ আছে।বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।
মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন,যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তুআগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।
তিনি আরও বলেন, তাছাড়াআমাদের যেহেতু বিপিএলেরপ্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরারিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তামিমকে নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে গিয়ে চোটাক্রান্ত হন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।
তার ইনজুরির আপডেট জানাতে গিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিপিএল খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, কুচকির পুরোনো চোট নিয়ে তামিম ইকবাল একটু সমস্যায় আছে। আমাদের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। সামনে আমাদের ইংল্যান্ড সিরিজ আছে। বিপিএলে বাকি ম্যাচে খেললে হয়তো তার সমস্যা হতে পারে।
মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে জাতীয় দলের এই টিম ডিরেক্টর আরও বলেন, যদিও ফ্র্যাঞ্চাইজি তামিমকে পয়সা খরচ করেই দলে নিয়েছে। তারাও তামিম ইকবালের কাছ থেকে সেরা সার্ভিসটাই চায়। কিন্তু আগে আমাদের দেশ। তারপর ফ্র্যাঞ্চাইজি।
তিনি আরও বলেন, তাছাড়া আমাদের যেহেতু বিপিএলের প্লে-অফে খেলার সুযোগ নেই। তাই তামিম ইকবালকে নিয়ে আমরা রিক্স নেব না। যেহেতু আগামী মাসেই ইংল্যান্ড সিরিজ।