‘হাথুরুসিংহে এখন অনেক অভিজ্ঞ এবং পরিণত’
স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৭:৪২ | অনলাইন সংস্করণ
জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই তার প্রথম এ্যাসাইনমেন্ট।
শ্রীলংকান এই কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদস সুজন বলেন, হাথুরুসিংহে বাংলাদেশের জন্য আগেওকাজ করে গেছেন। আমাদের ক্রিকেট নিয়ে তার ভালো নখদর্পনআছে। আমি আসা করি সে আবার কোচ হিসেবে ফেরায় ভালো কিছুই হবে। তবে সময়ই বলে দিবে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন,হাথুরুসিংহে আগে যখন ছিল তখন সে ইয়াং ছিল। এখন আমরা অভিজ্ঞ হাথুরুকে পাব। সে আগের চেয়ে অনেক পরিণত। আমরা আসা করি ভালো কিছু হবে।
জাতীয় দলের সাবেক এই কোচ আরও বলেন,ভালো হবে এই চিন্তা করেইতো বিসিবি হাথুরুসিংহেকেনিয়োগ দিয়েছে। বিশ্বাস করি সেই ভালোটাসে উপহার দিতে পারবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘হাথুরুসিংহে এখন অনেক অভিজ্ঞ এবং পরিণত’
জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজই তার প্রথম এ্যাসাইনমেন্ট।
শ্রীলংকান এই কোচকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদস সুজন বলেন, হাথুরুসিংহে বাংলাদেশের জন্য আগেও কাজ করে গেছেন। আমাদের ক্রিকেট নিয়ে তার ভালো নখদর্পন আছে। আমি আসা করি সে আবার কোচ হিসেবে ফেরায় ভালো কিছুই হবে। তবে সময়ই বলে দিবে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, হাথুরুসিংহে আগে যখন ছিল তখন সে ইয়াং ছিল। এখন আমরা অভিজ্ঞ হাথুরুকে পাব। সে আগের চেয়ে অনেক পরিণত। আমরা আসা করি ভালো কিছু হবে।
জাতীয় দলের সাবেক এই কোচ আরও বলেন, ভালো হবে এই চিন্তা করেইতো বিসিবি হাথুরুসিংহেকে নিয়োগ দিয়েছে। বিশ্বাস করি সেই ভালোটা সে উপহার দিতে পারবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল।