হাথুরুসিংহেকে কড়া হেড মাস্টার বলতে নারাজ সুজন
স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৯:০৪ | অনলাইন সংস্করণ
জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহে প্রথম দফায় কোচ থাকাকালীন সময়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তিনি খুবই কড়া হেড মাস্টার।
এব্যাপারেজাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা মিডিয়াতে যেটা শুনি যে, হাথুরুসিংহে কড়া হেড মাস্টার। আসলে আমার মনে হয় না সে কড়া হেড মাস্টার। আমি আসলে চাই যে, আপনি আমার পেছনে কথা না বলে সামনে বলেন। এটা ভালো মানুষের লক্ষণ। আমার মনে হয় হাথুরুসিংহে ভালো মানুষ। সে যা বলে সামনে বলে।
সুজন আরও বলেন,আপনি যদি একটা প্লেয়ারকে তার সামনেই বলেন, তোমার কাছে আমি এটা চাই। এমনটি বলাতো খারাপ কিছু না। এতে আপনি যদি তাকে কড়া হেডমাস্টার বলেন, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি বাংলাদেশের অনেক কোচেরসাথে কাজ করেছি, যারা সামনে এক রকম আর পিছনে আরেক রকম কথা বলেছেন।হাথুরুসিংহের গুনহলোসে যা বলে সামনে বলে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, হাথুরুসিংহের আরেকটা বড় গুনহলো সে সবাইকে সমান চোখে দেখে। সাকিব, তামিম অবশ্যই অনেক বড় স্টার। তাদের প্রতি তার রিসপেক্ট আছে। তাই বলে যে, জুনিয়রদের সে কেয়ার করবে না, তা নয়। সে সবাইকে একই চোখে দেখে।আমরা মনে হয় হাথুসিংহের অধীনে আমরা ভালো কিছু করব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হাথুরুসিংহেকে কড়া হেড মাস্টার বলতে নারাজ সুজন
জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহে প্রথম দফায় কোচ থাকাকালীন সময়ে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল তিনি খুবই কড়া হেড মাস্টার।
এব্যাপারে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা মিডিয়াতে যেটা শুনি যে, হাথুরুসিংহে কড়া হেড মাস্টার। আসলে আমার মনে হয় না সে কড়া হেড মাস্টার। আমি আসলে চাই যে, আপনি আমার পেছনে কথা না বলে সামনে বলেন। এটা ভালো মানুষের লক্ষণ। আমার মনে হয় হাথুরুসিংহে ভালো মানুষ। সে যা বলে সামনে বলে।
সুজন আরও বলেন, আপনি যদি একটা প্লেয়ারকে তার সামনেই বলেন, তোমার কাছে আমি এটা চাই। এমনটি বলাতো খারাপ কিছু না। এতে আপনি যদি তাকে কড়া হেডমাস্টার বলেন, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি বাংলাদেশের অনেক কোচের সাথে কাজ করেছি, যারা সামনে এক রকম আর পিছনে আরেক রকম কথা বলেছেন। হাথুরুসিংহের গুন হলো সে যা বলে সামনে বলে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, হাথুরুসিংহের আরেকটা বড় গুন হলো সে সবাইকে সমান চোখে দেখে। সাকিব, তামিম অবশ্যই অনেক বড় স্টার। তাদের প্রতি তার রিসপেক্ট আছে। তাই বলে যে, জুনিয়রদের সে কেয়ার করবে না, তা নয়। সে সবাইকে একই চোখে দেখে। আমরা মনে হয় হাথুসিংহের অধীনে আমরা ভালো কিছু করব।