মুকিদুলের গতিতে ১২১ রানে বিধ্বস্ত বরিশাল
স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৮:৫০ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে মর্যাদার লড়াইয়েমুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামেটস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামেরগতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।
দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিমজানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।
অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মুকিদুলের গতিতে ১২১ রানে বিধ্বস্ত বরিশাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হয় ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামের গতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।
দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিম জানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।
অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।