সাকিবদের হারিয়ে বরিশালের দ্বিতীয় পজিশন দখল করল কুমিল্লা
ক্রীড়া প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৮:২৫ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে সাকিবআল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুরেবরিশালকে হারিয়ে সাকিবদের হটিয়ে দ্বিতীয় পজিশন দখল করে নেয় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
বিপিএলের প্লে-অফের লড়াইয়েরআগে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে তারা ফাইনালে খেলার জন্য দুটি সুযোগ পাবে। তবে তিন এবং চার নম্বর দল প্লে-অফে হারলেই বিদায় নেবে।
এদিনমিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামের গতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।
দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিম জানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।
অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।
১২২ রানেরটার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে দাপুটে জয়ে তৃতীয় পজিশন থেকে দুইয়ে উঠে যায় কুমিল্লা।
দলের জয়েমাত্র ১৬ বল খেলে দুই চার আর তিন ছক্কায় ৩০রানের অনবদ্য ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। এছাড়া ৩৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬রান করেন ওপেনার লিটন কুমার দাস। ১৯ বলে ২৩ রান করেন খুশদিল শাহ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিবদের হারিয়ে বরিশালের দ্বিতীয় পজিশন দখল করল কুমিল্লা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ৩৮তম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার মিরপুরে বরিশালকে হারিয়ে সাকিবদের হটিয়ে দ্বিতীয় পজিশন দখল করে নেয় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা।
বিপিএলের প্লে-অফের লড়াইয়ের আগে যে দুটি দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকবে তারা ফাইনালে খেলার জন্য দুটি সুযোগ পাবে। তবে তিন এবং চার নম্বর দল প্লে-অফে হারলেই বিদায় নেবে।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ায়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে কুমিল্লার লোকাল প্লেয়ার মুকিদুল ইসলামের গতিতে বিধ্বস্ত হয়ে ১৯.১ ওভারে ১২১ রানেই অলআউট হয় বরিশাল।
দলের হয়ে ২৬ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৬ বলে চার বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩২ রান করেন করিম জানাত। এছাড়া ১৮ বলে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ।
অধিনায়ক সাকিব আল হাসানসহ বাকি ৮ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
কুমিল্লার হয়ে ৩.১ ওভারে মাত্র ২৩ রানে ৫ উইকেট শিকার করেন পেসার মুকিদুল।
১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে দাপুটে জয়ে তৃতীয় পজিশন থেকে দুইয়ে উঠে যায় কুমিল্লা।
দলের জয়ে মাত্র ১৬ বল খেলে দুই চার আর তিন ছক্কায় ৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। এছাড়া ৩৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন ওপেনার লিটন কুমার দাস। ১৯ বলে ২৩ রান করেন খুশদিল শাহ।