রোনালদোকে শান্ত থাকার পরামর্শ
jugantor
রোনালদোকে শান্ত থাকার পরামর্শ

  স্পোর্টস ডেস্ক  

১৫ মার্চ ২০২৩, ২২:৪৪:৩৪  |  অনলাইন সংস্করণ

সৌদি আরবে খেলতে গিয়ে হলোটা কী ক্রিশ্চিয়ানো রোনালদোর? একের পর এক ম্যাচে মেজাজ হারাচ্ছেন। আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি, মেসি’ স্লোগানে প্রতিপক্ষ সমর্থকরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন।

এবার তার দল জিতলেও রেফারিকে একহাত নিলেন তিনি। ম্যাচের মাঝপথে তাকে তুলে নেওয়ায় মেজাজ হারালেন।

মঙ্গলবার রাতে কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সে আবহা মুখোমুখি হয়েছিল আল নাসরের। ৩-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে নাসরে। ম্যাচের ১০ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় তারা। ২০ ও ৪৯ মিনিটে আরও দুটি গোল হয়। তবে অধিনায়ক রোনাল্ডো বেশিরভাগ সময় ছিলেন নিষ্প্রভ। বারবার রেফারির সঙ্গে তর্কে জড়াচ্ছিলেন। রেফারি বিরতির বাঁশি বাজানোর পর হতাশায় বলে লাথি মারেন রোনালদো।

শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে তাকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। হতাশায় মাথা নাড়তে নাড়তে তিনি ডাগআউটে গিয়ে বসেন। রোনালদোর আচরণ প্রবল সমালোচিত হয়েছে। একজন লিখেছেন, ‘রোনালদো, শান্ত থাকো। গোল পাওয়ার জন্যে তুমি বড্ড বেশি চিন্তাভাবনা করছ। মাথা ঠান্ডা রাখো। সতীর্থরা তোমাকে নিশ্চয়ই গোল করার অনেক সুযোগ করে দেবে।’

রোনালদোকে শান্ত থাকার পরামর্শ

 স্পোর্টস ডেস্ক 
১৫ মার্চ ২০২৩, ১০:৪৪ পিএম  |  অনলাইন সংস্করণ

সৌদি আরবে খেলতে গিয়ে হলোটা কী ক্রিশ্চিয়ানো রোনালদোর? একের পর এক ম্যাচে মেজাজ হারাচ্ছেন। আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হারের পর ‘মেসি, মেসি’ স্লোগানে প্রতিপক্ষ সমর্থকরা চিৎকার করায় রেগে গিয়েছিলেন। 

এবার তার দল জিতলেও রেফারিকে একহাত নিলেন তিনি। ম্যাচের মাঝপথে তাকে তুলে নেওয়ায় মেজাজ হারালেন।

মঙ্গলবার রাতে কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সে আবহা মুখোমুখি হয়েছিল আল নাসরের। ৩-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে নাসরে। ম্যাচের ১০ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় তারা। ২০ ও ৪৯ মিনিটে আরও দুটি গোল হয়। তবে অধিনায়ক রোনাল্ডো বেশিরভাগ সময় ছিলেন নিষ্প্রভ। বারবার রেফারির সঙ্গে তর্কে জড়াচ্ছিলেন। রেফারি বিরতির বাঁশি বাজানোর পর হতাশায় বলে লাথি মারেন রোনালদো।

শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে তাকে তুলে নেন কোচ রুডি গার্সিয়া। হতাশায় মাথা নাড়তে নাড়তে তিনি ডাগআউটে গিয়ে বসেন। রোনালদোর আচরণ প্রবল সমালোচিত হয়েছে। একজন লিখেছেন, ‘রোনালদো, শান্ত থাকো। গোল পাওয়ার জন্যে তুমি বড্ড বেশি চিন্তাভাবনা করছ। মাথা ঠান্ডা রাখো। সতীর্থরা তোমাকে নিশ্চয়ই গোল করার অনেক সুযোগ করে দেবে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন