ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। দেশের মাঠে খুব কম ম্যাচে হেরেছে বিরাট কোহলিরা।
কিন্তু রোববার বিশাখাপতনমে তুরুপের তাসের মতো ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। যে কারণে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে কোহলি-রোহিত শর্মারা ম্যাচ হারে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক, সন অ্যাবোর্ট ও নাথান ইলসের গতির মুখে পড়ে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন শুভমান গিল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯ রান করেন স্পিনার অক্ষর প্যাটেল, ১৬ রান করেন অলআউন্ডার রবিন্দ্র জাদেজা, ১৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১৪ রান আসে অতিরিক্ত থেকে।
মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৬৬ বল খেলে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৬টি চার আর সমান ছক্কায় ৬৬ রান করেন মিচেল মার্শ। ৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন ট্রাভিস হেড।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে অলআউট করে ৫ উইকেটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরে সফরকারী অস্ট্রেলিয়া। আগামী বুধবার চেন্নাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতকে ধসিয়ে দিল অস্ট্রেলিয়া
ঘরের মাঠে ভারত সবসময়ই কঠিন প্রতিপক্ষ। দেশের মাঠে খুব কম ম্যাচে হেরেছে বিরাট কোহলিরা।
কিন্তু রোববার বিশাখাপতনমে তুরুপের তাসের মতো ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। যে কারণে ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে কোহলি-রোহিত শর্মারা ম্যাচ হারে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক, সন অ্যাবোর্ট ও নাথান ইলসের গতির মুখে পড়ে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন শুভমান গিল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৯ রান করেন স্পিনার অক্ষর প্যাটেল, ১৬ রান করেন অলআউন্ডার রবিন্দ্র জাদেজা, ১৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ১৪ রান আসে অতিরিক্ত থেকে।
মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ৬৬ বল খেলে ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৬টি চার আর সমান ছক্কায় ৬৬ রান করেন মিচেল মার্শ। ৩০ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন ট্রাভিস হেড।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে অলআউট করে ৫ উইকেটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরে সফরকারী অস্ট্রেলিয়া। আগামী বুধবার চেন্নাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।