আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান 
jugantor
আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান 

  স্পোর্টস ডেস্ক  

১৯ মার্চ ২০২৩, ২৩:০০:৪৩  |  অনলাইন সংস্করণ

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের জন্য রোববার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর পাকিস্তান যুবাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবারও একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি ২০ ম্যাচ খেলবে তারা।

এপ্রিলের শেষদিকে বাংলাদেশে আসবে পাকিস্তান যুবারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচ শুরু হবে।

৬ ও ৮ মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর রাজশাহীতে হবে। যেখানে শেষ তিন ওয়ানডে ও একমাত্র টি ২০।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আজান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান 

 স্পোর্টস ডেস্ক 
১৯ মার্চ ২০২৩, ১১:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এই সফরের জন্য রোববার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছর পাকিস্তান যুবাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিল বাংলাদেশ। এবারও একটি চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি ২০ ম্যাচ খেলবে তারা।

এপ্রিলের শেষদিকে বাংলাদেশে আসবে পাকিস্তান যুবারা। ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চার দিনের ম্যাচ শুরু হবে।

৬ ও ৮ মে চট্টগ্রামে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। এরপর রাজশাহীতে হবে। যেখানে শেষ তিন ওয়ানডে ও একমাত্র টি ২০।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: সাদ বাগ, আলী আসফান্ড, আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আজান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন