দল থেকে বাদ আফিফ-শরিফুল
বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।
সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়া আফিফকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলেও।
জানা যায়, আফিফ সিলেট থেকে ঢাকায় চলে এসেছেন। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে খেলবেন আবাহনীর এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা আফিফ ঢাকা থেকে সরাসরি চলে যাবেন চট্টগ্রামে। পেস বোলার শরিফুল দলের সঙ্গে সিলেটেই আছেন।
ওয়ানডে দল থেকে আফিফ ও শরিফুলকে বাদ দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, এক ম্যাচের জন্য ১৬ জনের দল রাখার মানে নেই। এমনিতেও ওরা শেষ ম্যাচে বসেই থাকবে। এর চেয়ে ওরা ঢাকা লিগে খেলুক, সেটিই ভালো।
তৃতীয় ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দল থেকে বাদ আফিফ-শরিফুল
বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।
সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়া আফিফকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলেও।
জানা যায়, আফিফ সিলেট থেকে ঢাকায় চলে এসেছেন। বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে খেলবেন আবাহনীর এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা আফিফ ঢাকা থেকে সরাসরি চলে যাবেন চট্টগ্রামে। পেস বোলার শরিফুল দলের সঙ্গে সিলেটেই আছেন।
ওয়ানডে দল থেকে আফিফ ও শরিফুলকে বাদ দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, এক ম্যাচের জন্য ১৬ জনের দল রাখার মানে নেই। এমনিতেও ওরা শেষ ম্যাচে বসেই থাকবে। এর চেয়ে ওরা ঢাকা লিগে খেলুক, সেটিই ভালো।
তৃতীয় ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও রনি তালুকদার।