সাকিব অস্ট্রেলিয়া-ভারতে খেললে ১২ হাজার রান থাকত: হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৩:৫১:৩১ | অনলাইন সংস্করণ
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একজন সুপারস্টার। যিনি করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। দেশের ইতিহাসে তাকে সেরা ক্রিকেটার হিসেবেও সাব্যস্ত করা হয়। আন্তর্জাতিক ওয়ানডেতে সাত হাজার রানের সঙ্গে তিনি শিকার করেছেন ৩০০ উইকেট। আর এমন কীর্তি গড়ার পরই দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের হাতে শুভেচ্ছাস্বরূপ একটি ক্রেস্ট তুলে দিয়েছেন।
বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।
হাথুরু বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশের খেলা এমন প্রতিপক্ষের সঙ্গে ছিল; যাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। যদিও গত ৫-৬ বছরে সেই পরিস্থিতি বদলে গেছে। তবে যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন এটা সহজ ছিল না।’
ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার হয়ে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত বলেও বিশ্বাস হাথুরুর, ‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তা হলে তোমার যে প্রতিভা তাতে তোমার রান থাকত ১০ বা ১২ হাজার। যদিও এটা খুব বড় অর্জন (ওয়ানডে ৭ ০০০ রান), খুব ভালো করেছ।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিব অস্ট্রেলিয়া-ভারতে খেললে ১২ হাজার রান থাকত: হাথুরুসিংহে
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের একজন সুপারস্টার। যিনি করে যাচ্ছেন একের পর এক রেকর্ড। দেশের ইতিহাসে তাকে সেরা ক্রিকেটার হিসেবেও সাব্যস্ত করা হয়। আন্তর্জাতিক ওয়ানডেতে সাত হাজার রানের সঙ্গে তিনি শিকার করেছেন ৩০০ উইকেট। আর এমন কীর্তি গড়ার পরই দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিবের হাতে শুভেচ্ছাস্বরূপ একটি ক্রেস্ট তুলে দিয়েছেন।
বুধবার বিসিবির অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন হাথুরু। এ সময় টাইগারদের এই ওস্তাদ জানিয়েছেন, সাকিবের জন্য এই মাইলফলক গড়া মোটেও সহজ ছিল না।
হাথুরু বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশের খেলা এমন প্রতিপক্ষের সঙ্গে ছিল; যাদের বোলিং অ্যাটাক অনেক ভালো। যদিও গত ৫-৬ বছরে সেই পরিস্থিতি বদলে গেছে। তবে যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন এটা সহজ ছিল না।’
ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার হয়ে খেললে সাকিবের রান ১০-১২ হাজার থাকত বলেও বিশ্বাস হাথুরুর, ‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তা হলে তোমার যে প্রতিভা তাতে তোমার রান থাকত ১০ বা ১২ হাজার। যদিও এটা খুব বড় অর্জন (ওয়ানডে ৭ ০০০ রান), খুব ভালো করেছ।’