তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন আফিফ-শরীফুল
jugantor
তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন আফিফ-শরীফুল

  স্পোর্টস ডেস্ক  

২২ মার্চ ২০২৩, ১৪:৩৬:৫১  |  অনলাইন সংস্করণ

একাদশে জায়গা হারিয়েছিলেন, এবার দলেরও বাইরে চলে গেলেন আফিফ হোসেন। প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া শরীফুল ইসলামও বাদ পড়েছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য তাদের বাইরে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিবি। শেষ ওয়ানডেতে ১৬ সদস্য থেকে খেলোয়াড় কমানোর অংশ হিসাবেই তাদের বাইরে রাখা হয়েছে।

আফিফ শেষ ছয় ইনিংসে বড় স্কোর করতে পারেননি। ভারতের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষেও রান করতে পারেননি। শরীফুল দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এক ম্যাচ বাকি, তাই এত বড় দল রেখে লাভ নেই। এর থেকে তারা ঢাকা লিগে খেলুক। ওরা টি ২০ সিরিজের বিবেচনায় থাকবে।’ চোখে আঘাত পাওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ রয়েছেন শেষ ম্যাচের দলে।

প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার ও ইয়াসির আলী।

তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়লেন আফিফ-শরীফুল

 স্পোর্টস ডেস্ক 
২২ মার্চ ২০২৩, ০২:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

একাদশে জায়গা হারিয়েছিলেন, এবার দলেরও বাইরে চলে গেলেন আফিফ হোসেন। প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া শরীফুল ইসলামও বাদ পড়েছেন। 
আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য তাদের বাইরে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিবি। শেষ ওয়ানডেতে ১৬ সদস্য থেকে খেলোয়াড় কমানোর অংশ হিসাবেই তাদের বাইরে রাখা হয়েছে। 

আফিফ শেষ ছয় ইনিংসে বড় স্কোর করতে পারেননি। ভারতের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষেও রান করতে পারেননি। শরীফুল দলে আসা-যাওয়ার মধ্যে রয়েছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এক ম্যাচ বাকি, তাই এত বড় দল রেখে লাভ নেই। এর থেকে তারা ঢাকা লিগে খেলুক। ওরা টি ২০ সিরিজের বিবেচনায় থাকবে।’ চোখে আঘাত পাওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ রয়েছেন শেষ ম্যাচের দলে।

প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার ও ইয়াসির আলী।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন