এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভারতের নতুন প্রস্তাব
স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১৪:৩২:২০ | অনলাইন সংস্করণ
এশিয়া কাপ নিয়ে সুর নরম করছে ভারত। এতদিন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানের ব্যাপারে তারা যেভাবে আপত্তি জানিয়েছে, সম্প্রতি সেটি থেকে সরে এসেছে। ভারত এখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনে একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক যে আলাপ-আলোচনা চলছে, সেটি যদি সফল হয়, তা হলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অদ্ভুত এক উপায়ে অনুষ্ঠিত হবে। একে বলা হচ্ছে ‘হাইব্রিড’ মডেল।
ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে। সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।
বেশ কয়েকটি ‘নিরপেক্ষ ভেন্যু’ নিয়েও আলোচনা হয়েছে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক বিসিসিআই কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান ভারতকে জানিয়েছে, তারা ব্যাপারটি ভেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা—এমনকি বাংলাদেশের নামও নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি (বিসিসিআই) ছিল— পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু সম্পূর্ণ সরিয়ে নেওয়া। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিসিআই ভারত সরকারের অনুমতি পাবে না বলেই জানিয়েছিল তারা।
ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্তে আসুক। এর পর ক্রীড়া মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাকি পদক্ষেপ নেবে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভারতের নতুন প্রস্তাব
এশিয়া কাপ নিয়ে সুর নরম করছে ভারত। এতদিন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানের ব্যাপারে তারা যেভাবে আপত্তি জানিয়েছে, সম্প্রতি সেটি থেকে সরে এসেছে। ভারত এখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনে একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করেছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক যে আলাপ-আলোচনা চলছে, সেটি যদি সফল হয়, তা হলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অদ্ভুত এক উপায়ে অনুষ্ঠিত হবে। একে বলা হচ্ছে ‘হাইব্রিড’ মডেল।
ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে। সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।
বেশ কয়েকটি ‘নিরপেক্ষ ভেন্যু’ নিয়েও আলোচনা হয়েছে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক বিসিসিআই কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান ভারতকে জানিয়েছে, তারা ব্যাপারটি ভেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা—এমনকি বাংলাদেশের নামও নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি (বিসিসিআই) ছিল— পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু সম্পূর্ণ সরিয়ে নেওয়া। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিসিআই ভারত সরকারের অনুমতি পাবে না বলেই জানিয়েছিল তারা।
ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্তে আসুক। এর পর ক্রীড়া মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাকি পদক্ষেপ নেবে।’