সাকিব থাকতে রানা কেন অধিনায়ক
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নেতৃত্বে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ।
অথচ বাংলাদেশ দলের এই অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার থাকতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক করেছে নীতিশ রানাকে।
শুধু সাকিবই নন, কেকেআরে আছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস, আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি।
অথচ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আর নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদির মতো তারকা ক্রিকেটারকে রেখে অনভিজ্ঞ নীতিশ রানাকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করেছে কেকেআর।
এ ব্যাপারে মঙ্গলবার কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, আমি বলব অধিনায়কত্ব একটা দায়িত্ব। নীতিশ রানার মধ্যে অধিনায়কত্ব করার সেই ক্ষমতা আছে, সে দীর্ঘদিন আইপিএলে খেলেছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। এককথায় বলতে গেলে যা যা চাহিদা আছে, সেটা পূরণ করেছে। ওকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা যে দল করেছি, সেখানেও ও সেই দায়িত্বটা পালন করেছে। ওকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কেকেআরের প্রধান কোচ আরও বলেন, আন্তর্জাতিক স্তরে প্রত্যেকে ভালো ক্রিকেটার। প্রত্যেকে দক্ষ। প্রত্যেকের আলাদা-আলাদা বিশেষত্ব থাকে। অধিনায়ক হিসেবে আমরা যখন নীতিশের কথা ভেবেছিলাম, তখন ওর মধ্যে ওই সব বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিলাম। এটা কারও একার সিদ্ধান্ত নয়। এটা সাপোর্ট স্টাফ, সবার সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত সবাই ভালোভাবে গ্রহণ করেছে। আমি আত্মবিশ্বাসী যে অধিনায়ক হিসেবে নীতিশ ভালো করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাকিব থাকতে রানা কেন অধিনায়ক
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নেতৃত্বে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ।
অথচ বাংলাদেশ দলের এই অধিনায়ক এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার থাকতে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক করেছে নীতিশ রানাকে।
শুধু সাকিবই নন, কেকেআরে আছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস, আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদি।
অথচ বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আর নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদির মতো তারকা ক্রিকেটারকে রেখে অনভিজ্ঞ নীতিশ রানাকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক করেছে কেকেআর।
এ ব্যাপারে মঙ্গলবার কেকেআরের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, আমি বলব অধিনায়কত্ব একটা দায়িত্ব। নীতিশ রানার মধ্যে অধিনায়কত্ব করার সেই ক্ষমতা আছে, সে দীর্ঘদিন আইপিএলে খেলেছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। এককথায় বলতে গেলে যা যা চাহিদা আছে, সেটা পূরণ করেছে। ওকে নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা যে দল করেছি, সেখানেও ও সেই দায়িত্বটা পালন করেছে। ওকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কেকেআরের প্রধান কোচ আরও বলেন, আন্তর্জাতিক স্তরে প্রত্যেকে ভালো ক্রিকেটার। প্রত্যেকে দক্ষ। প্রত্যেকের আলাদা-আলাদা বিশেষত্ব থাকে। অধিনায়ক হিসেবে আমরা যখন নীতিশের কথা ভেবেছিলাম, তখন ওর মধ্যে ওই সব বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিলাম। এটা কারও একার সিদ্ধান্ত নয়। এটা সাপোর্ট স্টাফ, সবার সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত সবাই ভালোভাবে গ্রহণ করেছে। আমি আত্মবিশ্বাসী যে অধিনায়ক হিসেবে নীতিশ ভালো করবে।