পরাজয়ের কারণ জানালেন সাকিব
প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেবাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জিতলে হোয়াইটওয়াশ হতোআয়ারল্যান্ড ক্রিকেট দল।
কিন্তু সিরিজের শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে ১৯.২ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয় টাইগাররা। সহজ টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজের (২-১) ভাগ বসায়আয়ারল্যান্ড।
সিরিজ শেষে দলের হারের কারণ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানবলেন,আমরা ভালো ব্যাটিং করতেপারিনি, শুরু থেকে একের পর একউইকেট হারাতে থাকি। আমরা সিরিজের প্রথম দুই ম্যাচে যে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আজও সেভাবেই খেলতে চেয়েছি।
সাকিব আরও বলেন,দ্রুত উইকেট পতনের পরও আমরা মারমুখি ক্রিকেট খেলার পরিকল্পনা থেকে বের হইনি।আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে আক্রমণাত্মক ক্রিকেটইখেলতে হবে।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ। ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ঢাকা টেস্ট নিয়ে সাকিব বলেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে টেস্ট ম্যাচ খেলব। ঢাকায় গিয়ে চিন্তা করবআমরা কী করতে পারি।
সাকিব আরও বলেন, ইংল্যান্ড সিরিজের পর আমরা একই ভঙিতে আয়ারল্যান্ড সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই খেলায় আমাদের পারফরম্যান্সদুর্দান্ত ছিল। তবে আজ ছিলআয়ারল্যান্ডের দিন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরাজয়ের কারণ জানালেন সাকিব
প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ শুক্রবার সিরিজের শেষ ম্যাচে টাইগাররা জিতলে হোয়াইটওয়াশ হতো আয়ারল্যান্ড ক্রিকেট দল।
কিন্তু সিরিজের শেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে ১৯.২ ওভারে মাত্র ১২৪ রানে অলআউট হয় টাইগাররা। সহজ টার্গেট তাড়ায় ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে সিরিজের (২-১) ভাগ বসায় আয়ারল্যান্ড।
সিরিজ শেষে দলের হারের কারণ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকি। আমরা সিরিজের প্রথম দুই ম্যাচে যে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আজও সেভাবেই খেলতে চেয়েছি।
সাকিব আরও বলেন, দ্রুত উইকেট পতনের পরও আমরা মারমুখি ক্রিকেট খেলার পরিকল্পনা থেকে বের হইনি। আমরা যদি ভালো দল হতে চাই, তাহলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে।
আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ। ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ঢাকা টেস্ট নিয়ে সাকিব বলেন, আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে টেস্ট ম্যাচ খেলব। ঢাকায় গিয়ে চিন্তা করব আমরা কী করতে পারি।
সাকিব আরও বলেন, ইংল্যান্ড সিরিজের পর আমরা একই ভঙিতে আয়ারল্যান্ড সিরিজ জিতেছি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই খেলায় আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তবে আজ ছিল আয়ারল্যান্ডের দিন।