স্পোর্টস ডেস্ক ০৪ জুলাই ২০১৮, ২০:০৭ | অনলাইন সংস্করণ
ছিয়াশির বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। এবার দেশ বদলে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি! জানিয়ে দিলেন, রাশিয়ার মাটিতে হেক্সা জিততে পারে ব্রাজিল। খবর এবেলার।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়ে গেছে। এরপরে দেশকে ফ্রিতে কোচিং করানোর ইচ্ছাপ্রকাশ করেছেন ম্যারাডোনা নিজেই।
এর মধ্যেই আর্জেন্টিনার মহাতারকা ব্রাজিলের হয়ে গলা ফাটিয়েছেন ভেনেজুয়েলার একটা টিভি চ্যানেলের কাছে। আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর এই জার্সিধারী বলেন, ‘নেইমার আপনাকে কাঁদাবে, আবার আপনাকে হাসাবেও।’
ভেনেজুয়েলার টিভি চ্যানেলে বিশ্বকাপ নিয়ে বিশেষ এক সাক্ষাৎকারে ম্যারাডোনা ব্যাখ্যা দিয়েছেন, ‘নেইমার একদিন ভক্তদের হাসাবে আবার কাঁদাবে। নেইমার আর ব্রাজিলের খেলা আমি বেশ উপভোগ করছি। মেক্সিকোর ফুটবলাররা যখন নেইমারকে মেরে ফেলে দিচ্ছিল, ব্রাজিল সমর্থকদের মতো আমারও কাঁদতে ইচ্ছে করছিল। বল পায়ে নেইমারকে দৌড়াতে দেখে আমারও হাসতে ইচ্ছা করছিল। নেইমারের পাস দেয়া, ড্রিবলিং করা, বলের জন্য জায়গা নেয়া, গোল করার মতো জায়গায় পৌঁছে নিজেকে ফাঁকা করে নেয়া দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে। ব্রাজিলের খেলা দেখে আমার কিন্তু খুব ভালোই লাগছে। ব্রাজিল খুবই শক্তিশালী দল। ঠিক সময়ে দলটা পিকে উঠছে।’
ব্রাজিলের কোচ তিতেকেও ভালো লাগার কথা জানান ম্যারাডোনা। বলেন, ‘আমার তিতেকে বেশ ভালোই লাগছে। জার্মানির বিরুদ্ধে মেক্সিকো ঠিক যেমন খেলেছিল, ঠিক তেমনটাই ব্রাজিলের বিরুদ্ধে খেলতে চেয়েছিল।’
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯