আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি
আগামী চার বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মোট আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টাকার হিসেবে আগামী চার বছরে আইসিসির ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ হাজার ৪৯২ কোটি টাকা। যা মোট আয়ের ৩৮.৫ শতাংশ।
আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে মাত্র ৪.৪৬ শতাংশ বা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।
আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা পাবে ৬.৮৯ শতাংশ তথা ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। ক্রিকেট অস্ট্রেলিয়া পাকে ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পাবে ৫.৭৫ শতাংশ বা ৩ কোটি ৪৫ লাখ ডলারের কিছু বেশি।
নিউজিল্যান্ড পাবে ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, শ্রীলংকা পাবে ২ কোটি ৭১ লাখ, ওয়েস্ট ইন্ডিজ পাবে ২ কোটি ৭৫ লাখ ডলার।
আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে সবচেয়ে কম পাবে আফগানিস্তান। তারা পাবে ২.৮০ শতাংশ বা ১ কোটি ৬৮ লাখ ডলার।
আইসিসি থেকে বাংলাদেশ পাবে মাত্র ২৯০ কোটি
স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৩, ১৭:৩১:৩০ | অনলাইন সংস্করণ
আগামী চার বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মোট আয়ের প্রায় ৪০ শতাংশ পাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
টাকার হিসেবে আগামী চার বছরে আইসিসির ৬০ কোটি মার্কিন ডলার আয়ের মধ্যে ভারত পাবে ২৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার বা ২ হাজার ৪৯২ কোটি টাকা। যা মোট আয়ের ৩৮.৫ শতাংশ।
আর কোনো দেশের ক্রিকেট বোর্ড ১০ শতাংশও পাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাবে মাত্র ৪.৪৬ শতাংশ বা ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা।
আইসিসির সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা পাবে ৬.৮৯ শতাংশ তথা ৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। ক্রিকেট অস্ট্রেলিয়া পাকে ৬.২৫ শতাংশ অর্থাৎ, ৩ কোটি ৭৫ লাখ ডলারের বেশি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পাবে ৫.৭৫ শতাংশ বা ৩ কোটি ৪৫ লাখ ডলারের কিছু বেশি।
নিউজিল্যান্ড পাবে ২ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, শ্রীলংকা পাবে ২ কোটি ৭১ লাখ, ওয়েস্ট ইন্ডিজ পাবে ২ কোটি ৭৫ লাখ ডলার।
আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে সবচেয়ে কম পাবে আফগানিস্তান। তারা পাবে ২.৮০ শতাংশ বা ১ কোটি ৬৮ লাখ ডলার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023