আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন তামিম
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৩২০ রানের লক্ষ্য টপকিয়ে এই জয় তুলে নিয়েছেন টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এটি তার প্রথম ওয়ানডে শতক।
ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমরা যখনই ইংল্যান্ডে খেলতে আসি, দর্শকদের সমর্থন আমাকে মুগ্ধ করে। মাঠের আকৃতি আর উইকেট দেখে আমাদের মনে হয়েছে, এ রান তাড়া করা সম্ভব।
তিনি আরও বলেন, এটা তেমন মাঠ নয় যে, আপনাকে সবসময় চার-ছয়ের চিন্তা করতে হবে। অটোমেটিক বাউন্ডারি আসবে। যদি শান্ত-তাওহিদ হৃদয়রা এভাবে পারফর্ম করতে থাকে, তা হলে এটা বাংলাদেশের জন্য হবে দারুণ কিছু।
দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশর জন্য। জবাবে তিন বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় তামিমের দল। ৯৩ বলে ১১৭ রানের দুর্দান্ত শতক হাঁকান শান্ত, যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। এ ছাড়া তাওহিদ হৃদয় ৫৮ বলে ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। আর মুশফিক করেছেন ২৮ বলে ৩৬ রান।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে যা বললেন তামিম
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৩, ১১:০১:৩৪ | অনলাইন সংস্করণ
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। ৩২০ রানের লক্ষ্য টপকিয়ে এই জয় তুলে নিয়েছেন টাইগাররা। এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জিতিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এটি তার প্রথম ওয়ানডে শতক।
ম্যাচ জয়ের পর ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, আমরা যখনই ইংল্যান্ডে খেলতে আসি, দর্শকদের সমর্থন আমাকে মুগ্ধ করে। মাঠের আকৃতি আর উইকেট দেখে আমাদের মনে হয়েছে, এ রান তাড়া করা সম্ভব।
তিনি আরও বলেন, এটা তেমন মাঠ নয় যে, আপনাকে সবসময় চার-ছয়ের চিন্তা করতে হবে। অটোমেটিক বাউন্ডারি আসবে। যদি শান্ত-তাওহিদ হৃদয়রা এভাবে পারফর্ম করতে থাকে, তা হলে এটা বাংলাদেশের জন্য হবে দারুণ কিছু।
দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশর জন্য। জবাবে তিন বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলে নেয় তামিমের দল। ৯৩ বলে ১১৭ রানের দুর্দান্ত শতক হাঁকান শান্ত, যা তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। এ ছাড়া তাওহিদ হৃদয় ৫৮ বলে ৬৮ রানের কার্যকরী ইনিংস খেলেছেন। আর মুশফিক করেছেন ২৮ বলে ৩৬ রান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023