ধর্ষণের অভিযোগে ১০ বছরের জেল ভারতের সাবেক অধিনায়কের

 স্পোর্টস ডেস্ক 
১৪ মে ২০২৩, ১১:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

ভারতের দৃষ্টিহীন ফুটবল দলের সাবেক অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। যে কারণে তাকে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ড দলের অধিনায়ক তিনি।

ধর্ষণের অভিযোগে ১০ বছরের জেল হলো ভারতের সাবেক ফুটবল দলের অধিনায়কের। দৃষ্টিহীনদের ফুটবল দলের অধিনায়ক ছিলেন পঙ্কজ রানা।

২০২১ সালে এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। উত্তরকাশির স্থানীয় কোর্ট সেই মামলায় পঙ্কজকে ১০ বছরের সাজা দেন। 
 
ধর্ষিতা মেয়েটির অভিযোগ এবং চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে সাজা ঘোষণা করেন কোর্ট। 

ঘটনার সময় মেয়েটির বয়স ১৮ বছরের কম হলেও তাকে সন্দেহের বাইরে রাখা হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন