‘অধিনায়ক এখন বিশ্বাস করবেন আমি বল করতে পারি’
আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর বল করার অভিজ্ঞতা নেই বললেই চলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে স্রেফ অনিয়মিত বোলার হয়ে শান্তই দেখালেন ম্যাজিক। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সবচেয়ে টার্নিং উইকেট নেন তিনিই।
তার ব্রেক থ্রোর পরই হারতে বসা ম্যাচ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হওয়া শান্ত বলেছেন, এখন থেকে বোলিংয়েও তার উপর বিশ্বাস রাখতে পারেন অধিনায়ক।
শান্ত যখন বল করতে আসেন ৯ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল মাত্র ৫২ রান। প্রথম চার বল থেকে ২ রান দেওয়ার পর পঞ্চম বলটি করেন অফ স্টাম্পের বাইরে। ফিফটি করা টেক্টর লোভে পড়ে লংঅন দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লিটন দাসের দারুণ ক্যাচে পরিণত হন।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশরা। মোস্তাফিজুর রহমান এসে দুর্দান্ত স্পেলে (৩-০-৯-৩) নেন পরপর তিন উইকেট। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ।
খেলা শেষে শান্ত বলেন, আমি প্রক্রিয়া অনুসরণ করেছি। আমি রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি, স্পিন বোলিং কোচকে অনেক ধন্যবাদ। অধিনায়ক বললেন আমি বল করব। মিরাজ আমাকে অনেক সাহায্য করেছে বোলিংয়ের সময়। আমি তার নির্দেশনা অনুসরণ করেছি।
শান্ত আরও বলেন, আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি হয়নি।
শান্ত আরও বলেন, আমি তাকে (অধিনায়ক) বলি আমাকে বল করতে দেওয়া উচিত। আমি এখনো অলরাউন্ডার না তবে তিনি সম্ভবত এখন বিশ্বাস করবে যে আমি বল করতে পারি (হাসি)।
ম্যাচ শেষে তামিম বলেন, ৪০ ওভারের আগপর্যন্ত তাকে বল করার কথা ভাবনায় ছিল না। আমি শান্তকে এনেছি কারণ মিরাজ খুব ভালো বল করেছিল। ওই পাশটা বড় ছিল। মারাটা সহজ ছিল না। সে দারুণ করেছে। যদি অলরাউন্ডার হতে পারে তাহলে তো দারুণ (হাসি)।
‘অধিনায়ক এখন বিশ্বাস করবেন আমি বল করতে পারি’
স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৩, ২০:১০:৩৫ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর বল করার অভিজ্ঞতা নেই বললেই চলে।
আয়ারল্যান্ডের বিপক্ষে স্রেফ অনিয়মিত বোলার হয়ে শান্তই দেখালেন ম্যাজিক। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সবচেয়ে টার্নিং উইকেট নেন তিনিই।
তার ব্রেক থ্রোর পরই হারতে বসা ম্যাচ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ঝলক দেখিয়ে সিরিজ সেরা হওয়া শান্ত বলেছেন, এখন থেকে বোলিংয়েও তার উপর বিশ্বাস রাখতে পারেন অধিনায়ক।
শান্ত যখন বল করতে আসেন ৯ ওভারে আয়ারল্যান্ডের দরকার ছিল মাত্র ৫২ রান। প্রথম চার বল থেকে ২ রান দেওয়ার পর পঞ্চম বলটি করেন অফ স্টাম্পের বাইরে। ফিফটি করা টেক্টর লোভে পড়ে লংঅন দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লিটন দাসের দারুণ ক্যাচে পরিণত হন।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আইরিশরা। মোস্তাফিজুর রহমান এসে দুর্দান্ত স্পেলে (৩-০-৯-৩) নেন পরপর তিন উইকেট। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন হাসান মাহমুদ।
খেলা শেষে শান্ত বলেন, আমি প্রক্রিয়া অনুসরণ করেছি। আমি রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি, স্পিন বোলিং কোচকে অনেক ধন্যবাদ। অধিনায়ক বললেন আমি বল করব। মিরাজ আমাকে অনেক সাহায্য করেছে বোলিংয়ের সময়। আমি তার নির্দেশনা অনুসরণ করেছি।
শান্ত আরও বলেন, আমি মিরাজের অ্যাকশন অনুসরণ করার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি হয়নি।
শান্ত আরও বলেন, আমি তাকে (অধিনায়ক) বলি আমাকে বল করতে দেওয়া উচিত। আমি এখনো অলরাউন্ডার না তবে তিনি সম্ভবত এখন বিশ্বাস করবে যে আমি বল করতে পারি (হাসি)।
ম্যাচ শেষে তামিম বলেন, ৪০ ওভারের আগপর্যন্ত তাকে বল করার কথা ভাবনায় ছিল না। আমি শান্তকে এনেছি কারণ মিরাজ খুব ভালো বল করেছিল। ওই পাশটা বড় ছিল। মারাটা সহজ ছিল না। সে দারুণ করেছে। যদি অলরাউন্ডার হতে পারে তাহলে তো দারুণ (হাসি)।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023