আইপিএলে শুভমান গিলের প্রথম সেঞ্চুরি

 স্পোর্টস ডেস্ক 
১৫ মে ২০২৩, ১১:১২ পিএম  |  অনলাইন সংস্করণ

আইপিএলের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভোন গিল। প্রায় প্রতি ম্যাচেই গুজরাট টাইটানসের হয়ে রান করে যাচ্ছেন। 

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে মাত্র ৫৮ বল মোকাবেলা করে ১৩টি চার আর এক ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন। 

এর আগে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন। সেদিন ৯৪ রানে অপরাজিত থাকতে হয় এই তরুণ ব্যাটসম্যানকে। সোমবার সেই সুযোগ হাতছাড়া করেননি। আইপিএলে এই প্রথমবার শতরান  করলেন। 

গুজরাট টাইটানসের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরানের রেকর্ড গড়লেন গিল। সেই সঙ্গে এবারের আইপিএলে ৪০০ রান করলেন তিনি। 

শুধু তাই নয়, এই ম্যাচে দলকে একাই টেনে নিয়ে গেলেন। তার সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে গুজরাট। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : আইপিএল-২০২৩