লতার অনবদ্য সেঞ্চুরিতে খেলাঘরের বড় জয়

 স্পোর্টস ডেস্ক 
২৮ মে ২০২৩, ০৭:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন খেলাঘর সমাজকল্যাণ সংঘের লতা মণ্ডল।

রোববার লতার অপরাজিত সেঞ্চুরির ম্যাচে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৪৫ রানের অনায়াস জয় পায় খেলাঘর সমাজকল্যাণ সংঘ।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২৮১ রানের স্কোর গড়ে তারা স্রেফ ৩৬ রানে গুটিয়ে দেয় কেরানীগঞ্জকে। 

১০১ বলে অপরাজিত ১০০ রান করেন লতা। ৯ চারে সাজান নিজের ইনিংস। পরে বল হাতে ৭ ওভারে ৪ মেডেনসহ স্রেফ ৩ চার খরচায় ৪ উইকেট নেন জাতীয় দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন। 

সংক্ষিপ্ত স্কোর:  

খেলাঘর: ৫০ ওভারে ২৮১/৫ রান (লতা মন্ডল ১০০*, দিলারা ৪৭, তাজ ৫২, স্বর্ণা ৪১)। 

কেরানীগঞ্জ: ৩৪ ওভারে ৩৬/১০ রান (শাহানাজ ১০; সানজিদা ৭/৩, সুলতানা ফাহিমা ৩/৪)। 

ফল: খেলাঘর সমাজকল্যাণ সংঘ ২৪৫ রানে জয়ী 
প্লেয়ার অব দা ম্যাচ: লতা মণ্ডল

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন