আহমেদাবাদে মুষলধারে বৃষ্টি, আইপিএল ফাইনালে টস হতে বিলম্ব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।
রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগ থেকেই হায়দরাবাদে হচ্ছে বৃষ্টি। মুষুলধারে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ার উপক্রম।
ফাইনালের আগেই আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আকাশ ৭৮ শতাংশ মেঘলা থাকতে পারে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
গত বছর আইপিএলের ফাইনালের জন্য একটি রিজার্ভ-ডে ছিল, কিন্তু এ বছর নেই। কাজেই আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। ম্যাচের কাটঅফ টাইম ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। যদি ম্যাচটি শুরু হয় ৮টায়, তবে কাটঅফ টাইম হবে ১২টা ২৬ পর্যন্ত। এ সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।
কাটঅফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগপর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
পয়েন্ট টেবিলে গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
This is just outside the ground currently. Courtesy @vinothkumarb_ pic.twitter.com/SbE2oTpXPZ
— Shashank Kishore (@captainshanky) May 28, 2023
আহমেদাবাদে মুষলধারে বৃষ্টি, আইপিএল ফাইনালে টস হতে বিলম্ব
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ২০:০৪:৫২ | অনলাইন সংস্করণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স।
রাত ৮টায়আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগ থেকেই হায়দরাবাদে হচ্ছে বৃষ্টি। মুষুলধারে বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি পরিত্যক্তহওয়ার উপক্রম।
ফাইনালের আগেই আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আকাশ ৭৮ শতাংশ মেঘলা থাকতে পারে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
গত বছর আইপিএলের ফাইনালের জন্য একটি রিজার্ভ-ডে ছিল, কিন্তু এ বছর নেই। কাজেই আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। ম্যাচের কাটঅফ টাইম ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। যদি ম্যাচটি শুরু হয় ৮টায়, তবে কাটঅফ টাইম হবে ১২টা ২৬ পর্যন্ত। এ সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন।
কাটঅফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগপর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
পয়েন্ট টেবিলে গুজরাট টাইটান্স ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে। চেন্নাই সুপার কিংস ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023