আনুশকাকে নতুন করে প্রেমের প্রস্তাব কোহলির
আনুশকা শর্মাকে নতুন করে প্রেমের প্রস্তাব দিলেন তার স্বামী বিরাট কোহলি।
সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন বিরাট ও আনুশকা। সেখানেই বিভিন্ন মুহূর্ত তৈরি হয় তাদের ঘিরে। আনুশকা জানান তার মোবাইলে বিরাটের নাম্বার রাখা আছে ‘পতি পরমেশ্বর’ নামে। মাঠে আগ্রাসী বিরাটকে নকল করেন আনুশকা। লজ্জায় পড়ে যান বিরাট।
আনুশকা বলেন, ‘কখনো কখনো বোলাররাও উইকেট নিয়ে ওরকম লাফায় না, যতটা বিরাট করে।’
জবাবে বিরাট বলেন, ‘মাঠে ওরকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লাই দেখে আমি নিজেই লজ্জা পাই।’
ওই অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিরাট ব্যাট করার অভিনয় করেন। পেছনে উইকেটরক্ষক আনুশকা। সেখান থেকে বিরাটকে ‘স্লেজ’ করেন তিনি।
আনুশকা বলেন, ‘চল চল বিরাট, আজ তো একটু রান কর।’ যা শুনে বিরাট কোহলি হাসেন। আনুশকা জড়িয়ে ধরেন বিরাটকে।
আনুশকাকে একটি সংলাপ বলতে বলেন সঞ্চালক এবং বিরাটকে সেটাই বলে দেখাতে বলেন। আনুশকা তার অভিনীত সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির একটি সংলাপ বলেন। বিরাট সেই সংলাপের পরের অংশটি বলে দেন। শুনে অবাক হয়ে যান আনুশকা। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে প্রেমের প্রস্তাব দিল বিরাট।’
আনুশকা শর্মাকে নতুন করে প্রেমের প্রস্তাব দিলেন তার স্বামী বিরাট কোহলি।
আনুশকাকে নতুন করে প্রেমের প্রস্তাব কোহলির
স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ২২:৫৪:১৭ | অনলাইন সংস্করণ
আনুশকা শর্মাকে নতুন করে প্রেমের প্রস্তাব দিলেন তার স্বামী বিরাট কোহলি।
সম্প্রতি এক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন বিরাট ও আনুশকা। সেখানেই বিভিন্ন মুহূর্ত তৈরি হয় তাদের ঘিরে। আনুশকা জানান তার মোবাইলে বিরাটের নাম্বার রাখা আছে ‘পতি পরমেশ্বর’ নামে। মাঠে আগ্রাসী বিরাটকে নকল করেন আনুশকা। লজ্জায় পড়ে যান বিরাট।
আনুশকা বলেন, ‘কখনো কখনো বোলাররাও উইকেট নিয়ে ওরকম লাফায় না, যতটা বিরাট করে।’
জবাবে বিরাট বলেন, ‘মাঠে ওরকম করে ফেলি ম্যাচের মধ্যে। পরে রিপ্লাই দেখে আমি নিজেই লজ্জা পাই।’
ওই অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, বিরাট ব্যাট করার অভিনয় করেন। পেছনে উইকেটরক্ষক আনুশকা। সেখান থেকে বিরাটকে ‘স্লেজ’ করেন তিনি।
আনুশকা বলেন, ‘চল চল বিরাট, আজ তো একটু রান কর।’ যা শুনে বিরাট কোহলি হাসেন। আনুশকা জড়িয়ে ধরেন বিরাটকে।
আনুশকাকে একটি সংলাপ বলতে বলেন সঞ্চালক এবং বিরাটকে সেটাই বলে দেখাতে বলেন। আনুশকা তার অভিনীত সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির একটি সংলাপ বলেন। বিরাট সেই সংলাপের পরের অংশটি বলে দেন। শুনে অবাক হয়ে যান আনুশকা। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমাকে প্রেমের প্রস্তাব দিল বিরাট।’
আনুশকা শর্মাকে নতুন করে প্রেমের প্রস্তাব দিলেন তার স্বামী বিরাট কোহলি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023