‘আমাদের সময়ে একজন বাবরের দরকার ছিল’

 স্পোর্টস ডেস্ক 
২৮ মে ২০২৩, ১১:০৭ পিএম  |  অনলাইন সংস্করণ

সাবেক তারকা ক্রিকেটার সাঈদ আজমল সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন। 

সাঈদ আজমল বলেন, যতদিন আমি ক্রিকেট খেলেছি, আমি সবসময়ই দলে বাবর আজমের মতো একজন ব্যাটসম্যান চাইতাম। সে ক্রিজে থেকে ধৈর্যের সাথে রান করতে পারে, যাতে বোলারদের জন্য পরবর্তীতে কাজটা সহজ হয়ে যায়। 

তিনি আরও বলেন, সেই সময়ে মানসম্মত ব্যাটসম্যান না থাকায় বোলারদের জন্য কাজটা কঠিন ছিল। ইদানীং ব্যাটিংয়ে ভালো হচ্ছে কিন্তু পাকিস্তানের বোলিং দুর্বল হচ্ছে। তাই আগেই বলেছি বাবর আজমের মতো আরও দুই-তিনজন খেলোয়াড় দরকার। 

৪৫ বছর বয়সি সাবেক এই অফস্পিনার আরও বলেন, যদি আপনার খেলোয়াড়দের মধ্যে একজন টি-টোয়েন্টি, ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকে এবং টেস্ট ফরম্যাটেও সেরা দশের মধ্যে থাকে ও দ্রুততম ৫ হাজার রান তুলতে সক্ষম হয়- তখন যে কোনো কিছুই পারা সম্ভব। 

ব্যাটসম্যান বাবর আজমের প্রশংসা করলেও অধিনায়ক বাবর নিয়ে সাঈদ আজমল বলেন, আমি একমত যে বাবর আজমের অধিনায়কত্বে কিছু ত্রুটি থাকতে পারে, যা পরামর্শের মাধ্যমে শোধরানো সম্ভব। বাবরের ব্যাটিং ত্রুটিহীন এবং এটি নিয়ে অযথা সমালোচনার প্রয়োজন নেই। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন