গ্যালারি থেকে পড়ে ফুটবল সমর্থকের মৃত্যু

 স্পোর্টস ডেস্ক 
০৪ জুন ২০২৩, ০৮:২৬ পিএম  |  অনলাইন সংস্করণ

ফুটবল ম্যাচ দেখতে গিয়ে গ্যালারি থেকে পড়ে এক সমর্থকের মৃত্যু হয়েছে। সেই সমর্থকের নাম পাবলো মার্সেলো সেরানো। 

শনিবার আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে এমন ঘটনা ঘটে। 

প্রিমেইরা ডিভিশনের খেলায় এদিন মুখোমুখি হয় রিভার প্লেট বনাম ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া।  

খেলা চলাকালীন স্টেডিয়ামের সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ড থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান এক সমর্থক। 

বিষয়টি নিশ্চিত করে রিভারপ্লেট ক্লাব বলেছে, ‘সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ডে ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক সেখানে ছিলেন। তিনি পড়ে যাওয়ার সময় তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এটাও নিশ্চিত যে গ্যালারিতে কোনো সহিংস পরিস্থিতি ছিল না। মেডিকেল সেবা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। একই সঙ্গে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীও সেখানে গিয়েছিল।’ 

ঘটনার ২৬ মিনিট পর ম্যাচটি স্থগিত হয়ে যায়। তদন্তের জন্য ২৪ ঘণ্টার জন্য স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন