আফগান টেস্টে তাসকিনের খেলা অনিশ্চিত

 স্পোর্টস ডেস্ক 
০৭ জুন ২০২৩, ০৭:২০ পিএম  |  অনলাইন সংস্করণ

আগামী বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। 

সেই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সেই দলে আছেন তারকা পেসার তাসকিন আহমেদ; কিন্তু পাঁজরে চোটের কারণে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

এ ব্যাপারে বুধবার মিরপুরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, তাসকিনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে, সর্বোত্তম ওয়ার্ক লোড যখন অর্জন করবে, তখনই খেলার যোগ্য বলে বিবেচিত হবে। তাসকিন যেহেতু অনেক দিন বোলিং করেনি, বোলিং না করলে ওয়ার্ক লোড আসবে না, একটা অনুকূল ওয়ার্ক লোড লেভেল ওর লাগবে। 

তিনি আরও বলেন, এটা পুরোটাই সফটওয়্যারভিত্তিক একটা প্রোগ্রাম, সফটওয়্যার বলে দেবে তাসকিন কোন জোনে আছে, ও যদি গ্রিন জোনে থাকে তাহলে আফগান টেস্টে খেলার জন্য নেওয়া হবে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন