সৌদি আরব নয় ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ০৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ
সৌদি আরব বা বার্সেলোনা নয়, যুক্তরাস্ট্রের মেজর লিগ সকারের (এমএলস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হবে মেসির। পিএসজির হয়ে লিগ ওয়ানের শেষ ম্যাচে খেলতে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মেসির প্যারিস ছাড়ার বিষয়টি।
স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগু জানিয়েছেন মেসির পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র। বানিজ্যিক অংশীদার অ্যাপল ও এডিডাসের সহায়তা নিয়ে মেসিকে চুক্তিতে ভেড়ানোর দৌঁড়ে জিতেছে ইন্টার মিয়ামি।
বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী অচিরেই ইন্টার মিয়ামিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর। সেটি হতে পারে আগামী ২১ জুলাই। ওইদিন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলবে ইন্টার মিয়ামি।
সৌদি আরব নয় ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ২১:২৪:৩৯ | অনলাইন সংস্করণ
সৌদি আরব বা বার্সেলোনা নয়, যুক্তরাস্ট্রের মেজর লিগ সকারের (এমএলস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
৩০ জুন পিএসজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ হবে মেসির। পিএসজির হয়ে লিগ ওয়ানের শেষ ম্যাচে খেলতে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল মেসির প্যারিস ছাড়ার বিষয়টি।
স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগু জানিয়েছেন মেসির পরবর্তী গন্তব্য যুক্তরাষ্ট্র। বানিজ্যিক অংশীদার অ্যাপল ও এডিডাসের সহায়তা নিয়ে মেসিকে চুক্তিতে ভেড়ানোর দৌঁড়ে জিতেছে ইন্টার মিয়ামি।
বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী অচিরেই ইন্টার মিয়ামিতে অভিষেক ঘটতে যাচ্ছে সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীর। সেটি হতে পারে আগামী ২১ জুলাই। ওইদিন মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলবে ইন্টার মিয়ামি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023