রশিদ খানকে ছাড়া ঢাকা টেস্টে খেলবে আফগানিস্তান
ছোট দেশের বড় তারকা হিসেবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় রশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে আফগানিস্তান।
১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে তিন নতুন মুখ দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই-নিজাত মাসুদ এবং লেগ স্পিনার ইজহারুল হক। রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে ১১ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন রশিদ খান। পিঠের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান আফগানিস্তানের সহকারী কোচ রইস আহমাদজাই।
তিনি বলেন, বিরতিহীন ক্রিকেট খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রশিদকে এবং পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাই না।
আফগানিস্তান টেস্ট দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।
রশিদ খানকে ছাড়া ঢাকা টেস্টে খেলবে আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ২১:৩৭:১৩ | অনলাইন সংস্করণ
ছোট দেশের বড় তারকা হিসেবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় রশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে আফগানিস্তান।
১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে তিন নতুন মুখ দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই-নিজাত মাসুদ এবং লেগ স্পিনার ইজহারুল হক। রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে।
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে ১১ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন রশিদ খান। পিঠের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান আফগানিস্তানের সহকারী কোচ রইস আহমাদজাই।
তিনি বলেন, বিরতিহীন ক্রিকেট খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রশিদকে এবং পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাই না।
আফগানিস্তান টেস্ট দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023