সাফে খেলার জন্য ভারতীয় ভিসা পাবে পাকিস্তান

 স্পোর্টস ডেস্ক 
০৭ জুন ২০২৩, ০৯:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

২১ জুন বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য পাকিস্তান ফুটবল দলকে ভারত সরকার ভিসা দেবে কিনা- এ নিয়ে অনিশ্চয়তা ছিল।

তবে সেই অনিশ্চিয়তা কেটে গেছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলার জন্য পাকিস্তান দলকে ভিসা দেবে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদের সরকারের সবুজ সংকেত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীসহ দুই অতিথি দল কুয়েত ও লেবানন অংশ নেবে। 

আটবারের চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ ২১ জুন পাকিস্তানের বিপক্ষে। এ-গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেপাল ও কুয়েত। 
বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান, মালদ্বীপ ও লেবানন। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন