বিসিবি থেকে হাথুরুসিংহে কত টাকা নেন?
জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট, বিপিএলেও দলগুলোর কোচিংয়ে দেখা যায় বিদেশিদের। বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে বিদেশিদের প্রাধান্য দীর্ঘদিন ধরেই। এমনকি মাঠের কিউরেটরের দায়িত্বেও আছেন বিদেশি। এই বিদেশিদের পেছনে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
জাতীয় দলের সাত বিদেশি কোচিং স্টাফের মধ্যে সর্বোচ্চ বেতন পান টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। প্রতি মাসে রেকর্ড ৩২ হাজার ৫০০ ডলার বেতন নেন তিনি। ৩০ শতাংশ কর বাদ দিলে যা দাঁড়ায় ২৫ হাজার ডলারে, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা। মাসিক বেতনের পাশাপাশি বিসিবি থেকে আরও অনেক সুবিধা পেয়ে থাকেন তিনি।
অস্ট্রেলিয়া প্রবাসী এ শ্রীলংকানের পেছনে বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এ ছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে ‘উইনিং’ বোনাসও পেয়ে থাকেন তিনি। তা ছাড়া হাথুরুসিংহের ঢাকায় আবাসন ও পরিবহণ সুবিধার খরচও বহন করে বিসিবি।
টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বেতন ১০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ১০ লাখ ৭৯ হাজার টাকারও বেশি। এ ছাড়া শেন ম্যাকডারমট ও নিকোলাস ট্রেভর লি প্রতি মাসে পেয়ে থাকেন ৮ হাজার ডলার করে এবং শ্রী চন্দ্রশেখরন পান ৫ হাজার ডলার। সব মিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের পেছনে বেতন মাসে ৯৭ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৩ লাখ টাকা খরচ।
বিসিবি থেকে হাথুরুসিংহে কত টাকা নেন?
স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৩:৩৫:২৩ | অনলাইন সংস্করণ
জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট, বিপিএলেও দলগুলোর কোচিংয়ে দেখা যায় বিদেশিদের। বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে বিদেশিদের প্রাধান্য দীর্ঘদিন ধরেই। এমনকি মাঠের কিউরেটরের দায়িত্বেও আছেন বিদেশি। এই বিদেশিদের পেছনে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
জাতীয় দলের সাত বিদেশি কোচিং স্টাফের মধ্যে সর্বোচ্চ বেতন পান টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে। প্রতি মাসে রেকর্ড ৩২ হাজার ৫০০ ডলার বেতন নেন তিনি। ৩০ শতাংশ কর বাদ দিলে যা দাঁড়ায় ২৫ হাজার ডলারে, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা। মাসিক বেতনের পাশাপাশি বিসিবি থেকে আরও অনেক সুবিধা পেয়ে থাকেন তিনি।
অস্ট্রেলিয়া প্রবাসী এ শ্রীলংকানের পেছনে বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এ ছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে ‘উইনিং’ বোনাসও পেয়ে থাকেন তিনি। তা ছাড়া হাথুরুসিংহের ঢাকায় আবাসন ও পরিবহণ সুবিধার খরচও বহন করে বিসিবি।
টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের বেতন ১০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ১০ লাখ ৭৯ হাজার টাকারও বেশি। এ ছাড়া শেন ম্যাকডারমট ও নিকোলাস ট্রেভর লি প্রতি মাসে পেয়ে থাকেন ৮ হাজার ডলার করে এবং শ্রী চন্দ্রশেখরন পান ৫ হাজার ডলার। সব মিলিয়ে জাতীয় দলের কোচিং স্টাফের পেছনে বেতন মাসে ৯৭ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৩ লাখ টাকা খরচ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023