মিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব
আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। এ মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে নেন সাকিব। এ মুহূর্তে রানিংয়ের প্র্যাকটিস সারছেন তিনি।
এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এ অলরাউন্ডার। পরবর্তীতে জানা যায়, সেই চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।
ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গেল সোমবার অনেকটা নীরবে-নিভৃতেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। দেশে ফিরেই গত ৬ জুন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব।
এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতেও দেখা যায়।
মিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব
স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০২৩, ১৩:৪১:২৮ | অনলাইন সংস্করণ
আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। এ মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব।
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে নেন সাকিব। এ মুহূর্তে রানিংয়ের প্র্যাকটিস সারছেন তিনি।
এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এ অলরাউন্ডার। পরবর্তীতে জানা যায়, সেই চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।
ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গেল সোমবার অনেকটা নীরবে-নিভৃতেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। দেশে ফিরেই গত ৬ জুন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব।
এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতেও দেখা যায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023