‘বাবর আজমের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক’ 

 অনলাইন ডেস্ক 
০৮ জুন ২০২৩, ০৭:২৯ পিএম  |  অনলাইন সংস্করণ

উইকেট-রক্ষক ও ব্যাটার সরফরাজ আহমেদ বলেছেন, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেশ ভালো সম্পর্ক রয়েছে। খবর ক্রিক উইকের। 

জিও নিউজের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখি, যাতে যে কোনো সময় খেলতে পারি।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। 

সম্পতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দীর্ঘদিন পর পাকিস্তানের টেস্ট দলে প্রত্যাবর্তন করেছেন সরফরাজ। চার ইনিংসে যথাক্রমে ৮৬, ৫৩, ৭৮ ও ১১৮ রান করেছেন তিনি। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন