কবে মাঠে নামছেন সাকিব
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান হাতের আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না। সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরদিনই মিরপুর শেরেবাংলায় এসেছিলেন সাকিব। বৃহস্পতিবার হালকা জিম ও রানিং করেছেন। কাল তার আঙুলের দ্বিতীয় এক্স-রে’র রিপোর্ট পাওয়া গেছে।
রিপোর্ট দেখার পর ওয়ানডে সিরিজে সাকিবের ফেরার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি বলেন, ‘এক্স-রে দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী যে, ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’
সাকিব এদিন মিরপুরে জিমে রানিং করেন। টেস্ট দলের সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। উইকেট দেখেছেন। উইকেট নিয়ে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। কথা বলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও।
প্রধান চিকিৎসক দেবাশিস বলেন, ‘আগে ফিটনেস ঠিক করতে হবে। আঙুলের ফ্র্যাকচার নিয়ে সমস্যা হবে না। সাধারণ ফ্র্যাকচার ছিল। দু-একদিনের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
১৪ জুন মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট খেলে আফগানিস্তান চলে যাবে ভারতে। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে আবার আসবে সাদা বলের সিরিজ খেলতে। এদিকে কাল অনুশীলনে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান জাকির হাসান।
বিসিবির প্রধান চিকিৎসক নিশ্চিত করেছেন, বাঁ-হাতি ওপেনারের অবস্থা ভালো।
কবে মাঠে নামছেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
০৮ জুন ২০২৩, ২২:১৩:২৩ | অনলাইন সংস্করণ
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডান হাতের আঙুলে চোট পাওয়া সাকিব আল হাসান আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারছেন না। সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরদিনই মিরপুর শেরেবাংলায় এসেছিলেন সাকিব। বৃহস্পতিবার হালকা জিম ও রানিং করেছেন। কাল তার আঙুলের দ্বিতীয় এক্স-রে’র রিপোর্ট পাওয়া গেছে।
রিপোর্ট দেখার পর ওয়ানডে সিরিজে সাকিবের ফেরার কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি বলেন, ‘এক্স-রে দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী যে, ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’
সাকিব এদিন মিরপুরে জিমে রানিং করেন। টেস্ট দলের সতীর্থদের সঙ্গে কথাও বলেছেন। উইকেট দেখেছেন। উইকেট নিয়ে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। কথা বলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও।
প্রধান চিকিৎসক দেবাশিস বলেন, ‘আগে ফিটনেস ঠিক করতে হবে। আঙুলের ফ্র্যাকচার নিয়ে সমস্যা হবে না। সাধারণ ফ্র্যাকচার ছিল। দু-একদিনের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
১৪ জুন মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। টেস্ট খেলে আফগানিস্তান চলে যাবে ভারতে। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে আবার আসবে সাদা বলের সিরিজ খেলতে। এদিকে কাল অনুশীলনে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান জাকির হাসান।
বিসিবির প্রধান চিকিৎসক নিশ্চিত করেছেন, বাঁ-হাতি ওপেনারের অবস্থা ভালো।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023